গাইবান্ধা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কোমরনই কেন্দ্রে ভোট গণনার সময় ব্যালট ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এলাকাবাসী। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
একপর্যায়ে পুলিশ ও র্যাবের গাড়িসহ আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাঙচুর করে। পরে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে এলাকাবাসীকে ছত্রভঙ্গ করে পুলিশ।
শনিবার সাতটার দিকে গাইবান্ধার পূর্বপাড়া এলাকার কোমরনই কেন্দ্রের বাইরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। হামলার এ ঘটনাকে কেন্দ্র করে কোমরনই কেন্দ্রে ভোট গণনা স্থগিত রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ভোট গোনার সময় এলাকাবাসী কেন্দ্রের কক্ষ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে তারা পুলিশ ও র্যাবের গাড়িতে হামলা চালায়। পরে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
সদরের ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
রাত আটটার দিকে জানতে চাইলে সদর থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, এখন পরিস্থিতি শান্ত আছে।
তিনি বলেন, হামলায় পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিস কর্মীসহ বেশ কয়েক জন গুরুতর আহত হয়েছেন।
স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আনওয়ার-উল-সরওয়ারের (রেল ইঞ্জিন) কর্মী-সমর্থকসহ এলাকাবাসী এ হামলা চালিয়েছে।