দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন বাবুল বেসরকারি ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় এ তথ্য জানান জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর রহমান প্রামাণিক।
তিনি জানান, বিজয়ী মোশাররফ হোসেন (মোবাইল ফোন প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৯৯৩টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী নুর ইসলাম (নৌকা প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৯৪৬ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা আরও জানান, বাকি তিন প্রার্থী সাবেক পৌর মেয়র ও জামায়াতসমর্থিত প্রার্থী মোহাম্মদ হানিফ (জগ প্রতীক) পেয়েছেন ২ হাজার ৯০০, বিএনপি প্রার্থী মোকারম হোসেন (ধানের শীষ) পেয়েছেন ৯৮৮ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শাহ আলম (হাতপাখা প্রতীক) পেয়েছেন ২৬৬ ভোট।
পৌরসভার কোনো কেন্দ্রে ভোটের সময় কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। সব প্রার্থীই কেন্দ্রের পরিবেশ ও ভোটগ্রহণ নিয়ে সন্তুষ্ট ছিলেন বলেও জানান তিনি।
তিনি আরও জানান, বীরগঞ্জ পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়েছে। নির্বাচনে ১৫ হাজার ৫৪৫ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২ হাজার ৯৩ জন। নারী ভোটার ছিলেন ৮ হাজার ৩২ জন ও পুরুষ ভোটার ছিলেন ৭ হাজার ৫১৩ জন। ভোট পড়েছে ৭৮ শতাংশ।
এ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পাঁচ জন।