বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিরাজগঞ্জে ভোট শেষে ধাওয়া পাল্টা ধাওয়া

  •    
  • ১৬ জানুয়ারি, ২০২১ ১৭:০৭

স্থানীয়রা জানায়, ৩ নম্বর ওয়ার্ডের ডালিম ও বোতল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা দুই গ্রুপের মধ্যে এ ধাওয়া পাল্টা হয়েছে।

সিরাজগঞ্জ পৌরসভায় সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। বিকেল চারটায় ভোট শেষ হতেই নগরীর একটি জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বিকেল চারটার পর নগরীর মুজিব সড়কে মুক্তা প্লাজার সামনে ৩ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। দুই পক্ষকেই ইট পাটকেল ছুড়তে দেখা গেছে।

প্রায় দশ মিনিট ধরে চলা ধাওয়া পাল্টা ধাওয়ায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনা শুরুর কিছুক্ষণের মধ্যেই পুলিশ মাঝখানে অবস্থান নেয়। কিন্তু কোনো পক্ষই পুলিশকে না মানায় পুলিশের কয়েকজন সদস্যকে কোমরে থাকা পিস্তল বের করে সতর্ক করতে দেখা যায়।

একটি গ্রুপ মুজিব সড়কের মুক্তা প্লাজার সামনে অবস্থান নেয়। অন্য গ্রুপের অবস্থান ছিল একই সড়কের সবুজ কানন স্কুলের দিকে।

স্থানীয়রা জানায়, ৩ নম্বর ওয়ার্ডের ডালিম ও বোতল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা দুই গ্রুপের মধ্যে এ ধাওয়া পাল্টা হয়েছে।

প্রথমে সবুজ কানন স্কুলের দিক থেকে ধাওয়া দেয়া হয় এক পক্ষকে। ধাওয়া খেয়ে মুক্তা প্লাজার সামনে অবস্থান নেয় অপরপক্ষ। তারা সংগঠিত হয়ে সবুজ কানন প্রান্তে থাকা প্রতিপক্ষদের পাল্টা ধাওয়া দেয়, ইট পাটকেল ছুড়ে।

পুলিশ এসে মাঝখানে অবস্থান নেয়ার পর সবুজ কানন প্রান্তে থাকা কর্মী সমর্থকরা পুনরায় ধাওয়া দিয়ে মুক্তা প্লাজার সামনে পর্যন্ত চলে আসে। এখানে অবস্থান নিয়ে কর্মী সমর্থকরা বিচ্ছিন্ন হয়ে সড়ে যায়।

বিকেল ৪টা ২০ মিনিটে বিজিবির দুটি গাড়ি ঘটনাস্থলে আসে। পুলিশেরও ফোর্স বাড়ানো হয়। মুজিব সড়কের আশপাশে জমায়েত ছত্রভঙ্গ করে দেয় তারা।

সিরাজগঞ্জ সদর পৌরসভায় মেয়র পদে ভোট করছেন তিন জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সৈয়দ আব্দুর রউফ মুক্তা। বিএনপির মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্ধীতা করছেন সাইদুর রহমান বাচ্চু। এ ছাড়া স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন নূরে আলম হেলাল।

পৌরসভার ১৫টি ওয়ার্ডে সংরক্ষিত আসনের কাউন্সিলর ২৯ জন ও সাধারণ আসনে কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৮৬ জন। মোট ভোটার সংখ্যা এক লাখ ১৩ হাজার ৯২৬, পুরুষ ৫৫ হাজার ৯২৮ ও মহিলা ৫৭ হাজার ৯৯৮ জন।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন নিউজবাংলাকে বলেন, ‘হৈমবালা নামে আমাদের একটা সেন্টার আছে। সেখানে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা সেখানে বিজিবি পাঠিয়েছি। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে।’

এ বিভাগের আরো খবর