বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘সব সময় যেনো এভাবে ভোট দিতে পারি’

  •    
  • ১৬ জানুয়ারি, ২০২১ ১৫:২৮

ময়মনসিংহে শীত উপেক্ষা করে কেন্দ্রে কেন্দ্রে ভোট দিতে এসেছেন ভোটাররা। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

দ্বিতীয় দফায় ময়মনসিংহের মুক্তাগাছায় ব্যালটে ও ফুলবাড়িয়া পৌরসভায় ইভিএম এ শান্তিপূর্ণ ভাবে ভোট শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। মোট ৯টি ওয়ার্ডে ১৭টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

মুক্তাগাছা পৌরসভায় মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছেন ৩৯ হাজার ৬০০ জন।

মুক্তাগাছা উপজেলা নির্বাচন কর্মকর্তা তাজুল রাইহান জানান, নির্বাচন সুষ্ঠু করতে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, র‍্যাব ও বিজিবির টহল টিম কাজ করছে।

সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এ সংবাদ লেখা পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া যায়নি। তিনি জানান এখন পর্যন্ত (বেলা ১টা) আনুমানিক ৪০-৪৫% ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

ফুলবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোস্তফা কামাল জানান, ফুলাবাড়িয়া পৌরসভা মেয়র প্রার্থী পাঁচ জন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ১৬ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ৩৯ জন।

ফুলবাড়িয়া পৌরসভায় মোট ভোটার ২৩ হাজার সাতশ’ ৪৩ জন। মহিলা ১১ হাজার নয়শ’ ৪২ জন। পুরুষ ১১ হাজার আটশ’ এক জন।

কথা হয় মুক্তাগাছা পৌরসভার ১নং ওয়ার্ড এর এম এন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের পঞ্চাশ বছরের ভোটার এয়াকুব আলী সঙ্গে। তিনি জানান, জীবনে অনেকবার ভোট দিয়েছেন কিন্তু এইবারের মতো এত সুন্দর পরিবেশ কোনো দিন দেখেননি।

৪নং ওয়ার্ডের আর কে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার এস কে মিঠু সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আমি পারিবারিক কাজের ব্যস্ততায় সকালে আসতে পারি নাই। তাই এখন আসেছি, এসে ভোট কেন্দ্রের পরিবেশটা আমার ভালো লেগেছে, শান্তিপূর্ণভাবে আমি আমার ভোট দিতে পেরেছি, আমি কিছুক্ষণ কেন্দ্রের আশপাশ ঘুরে দেখছি, কেন্দ্রে ঈদের মতো আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। এমন পরিবেশ দেখে ভালো লাগে।

২নং ওয়ার্ডের নবারণ বিদ্যানিকেতন কেন্দ্রের নতুন ভোটার আরিফুল ইসলাম বলেন, বিভিন্ন সময় পত্র পত্রিকায় টেলিভিশনে খবর শোনেন নানা ধরনের অপ্রীতিকর গঠনা হয়। তাই ভয়ে ভয়ে প্রথম বার ভোট দিতে আসছি। কিন্তু আজকের ভোট কেন্দ্রের পরিবেশ তার উল্টো। প্রথমবার এভাবে ভোট দিতে পেরে আমি আনন্দিত। আমি চাই সব সময় যেনো এভাবে আমরা ভোট দিতে পারি।’

এ বিভাগের আরো খবর