চান্দিনা পৌরসভার ছায়কোট কেন্দ্র। সকাল ৮টা থেকে শুরু হয় ভোট। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার থেকেই কেন্দ্রগুলোতে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
দুপুরে চান্দিনা থানা থেকে খাবার যায় ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জন্য। দাঁড়িয়েই খাবার খেতে শুরু করেন তারা।
দাঁড়িয়ে কেন খাবার খাচ্ছেন জানতে চাইলে পুলিশ কনস্টেবল দিপ্তিময় চাকমা বলেন, ‘বৃহস্পতিবার থেকে দায়িত্বে আছি। এখন ভোট চলছে। এর মধ্যেই খাইতে হবে। বইসা খাওয়ার টাইম কই।’
একই কথা বললেন কনস্টেবল নুরন্নবী ও সন্তুলাল চাকমা।
দ্বিতীয় ধাপে কুমিল্লার চান্দিনা পৌরসভার ভোট চলছে। ১৫টি কেন্দ্রে দুই প্লাটুন বিজিবি, র্যাব-১১ এর তিনটি টিম, আনসারের ১শ ৩৫ জন ও সাড়ে চারশ পুলিশ সদস্যের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলা পুলিশ।