মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ এনে ভোট বর্জন করেছেন পাবনার ঈশ্বরদী পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন।
পৌরসভার ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে শনিবার সকালে এই ঘটনা ঘটে বলে জানান তিনি।
রফিকুল অভিযোগ করেন, সকালে ওই কেন্দ্র পরিদর্শনে গেলে নৌকার সমর্থকরা তার ওপর হামলা করে। পরে পুলিশের উপস্থিতিতেই তাকে সেখান থেকে বের করে দেয়া হয়।
‘জোর করে নৌকার পক্ষে সিল মারতে বাধ্য করা হচ্ছে। এভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’
শেষ সময় পর্যন্ত ভোটের মাঠে থাকার কথা বললেও দুপুরে ভোট বর্জনের ঘোষণা দেন রফিকুল।
তার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ইসাহক মালিথা জানান, ‘নিশ্চিত পরাজয় জেনে বিএনপি প্রার্থী হামলার নাটক সাজিয়ে নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করছেন।’
এসব অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।