বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাভারে ইভিএম নিয়ে মিশ্র অভিজ্ঞতা

  •    
  • ১৬ জানুয়ারি, ২০২১ ১৩:০৩

সকাল থেকেই কেন্দ্রে ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। কেন্দ্রে কেন্দ্রে নৌকা মার্কার পক্ষে নেতা-কর্মীদের ভিড় দেখা গেছে। তবে বিএনপি বা ইসলামী আন্দোলনের কর্মীদের আর দেখা যায়নি।

‘ভোট দিয়া আইছি, তয় একটু সময় লাগছে। ওই যে অনেকেই তো আছে বুঝে না। মেশিনে ভোট দিতে হয়। আগে তো সিল মারছি। এবার সুইচ টিপন লাগে। মেশিন হ্যাং হয়ে গেছিল, তহন মেশিন নষ্ট কয়।’

সাভার পৌরসভার আট নং ওয়ার্ডের চার নং রাজাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম ইভিএম এ ভোট দেয়ার পর নিজের অভিজ্ঞতা বর্ণনা করেন ফরিদা আক্তার।

ফরিদা আক্তার এর মত শাহিনা বেগমের ও একই অভিজ্ঞতা ইভিএম নিয়ে।

এই কেন্দ্রে সকাল থেকেই নারী ভোটারের দীর্ঘ লাইন। অভিযোগ নেই। তবে অনেকেই মেশিন নষ্ট, ‘কি’ সুইচ টিপ দিলে ভোট হবে সেটা নিয়ে বিভ্রান্তিতে আছেন।

ঢাকার উপকণ্ঠ সাভার পৌরসভায় ভোটারের সংখ্যা কোনো কোনো সংসদীয় আসনের চেয়েও বেশি। স্বভাবতই নজরের কেন্দ্রে যেসব এলাকা থাকে, তার একটি এটি।

শনিবার যে ৬০টি পৌরসভায় ভোট হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বেশি ভোট সাভারে। ভোটার এক লাখ ৮৮ হাজার ৮৮ জন, কেন্দ্র ৮৪ টি।

এখানে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী সদ্য বিদায়ী মেয়র আবদুল গনি, বিএনপির রেফাত উল্লাহ ও ইসলামী আন্দোলনের মোশারফ হোসেন।

নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত মহিলা আসনে নয় জন লড়ছেন।

শনিবার সকাল থেকেই কেন্দ্রে ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। কেন্দ্রে কেন্দ্রে নৌকা মার্কার পক্ষে নেতা-কর্মীদের ভিড় দেখা গেছে। তবে বিএনপি বা ইসলামী আন্দোলনের কর্মীদের আর দেখা যায়নি।

কেন্দ্রে কেন্দ্রে নৌকার বাইরে পোলিং এজেন্টও দেখা যায়নি।

রাজাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা নুরুল আলম বলেন, ‘আমি এখনো কোনো অভিযোগ পাইনি। আমার এখানে সব নারী ভোটার। ইভিএম নিয়ে কোন অভিযোগ আসেনি।’

সাভার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে ভোটারের দীর্ঘ লাইন দেখা গেছে।

প্রিসাইডিং কর্মকর্তা নাজমুল হোসেন নিউজবাংলাকে বলেন, ‘আমার এখানে নারী ভোটার সংখ্যা এক হাজার ৯৪৩ জন। ১২টার মধ্যে পাঁচটি বুথে প্রায় ৫০০ ভোট কাস্ট হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই।’

ঢাকা জেলা সিনিয়র রিটার্নিং অফিসার মুনীর হোসাইন খান নিউজবাংলাকে বলেন, ‘চলছে ভালোই। অভিযোগ নাই কোন। মেশিনগুলোও রান করতেছে। অসুবিধা নাই আফটারল। ভোটার উপস্থিতি একটু কম। এক্সিটিং যে তালিকা সে অনুযায়ী ভোটার নাই। কিছু মহিলা সেন্টার আছে ওখানে বেশি দেখলাম।’

আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আব্দুল গনি বলেন, ‘সুন্দর সুষ্ঠু পরিবেশে একবারে চমৎকার ভাবে ইভিএমে মানুষ ভোট দিচ্ছে। কোনো সমস্যা হচ্ছে না। একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ ভোট দিতে আসছে। ইভিএম পদ্ধতিতে এই প্রথম সাভারের মানুষ ভোট দিচ্ছে। ব্যাপক আগ্রহ নিয়েই তারা কেন্দ্রে উপস্থিত হচ্ছে।’

বিএনপির এজেন্ট না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপির এজেন্ট আসলে না আমরা বের করব। না আসলে বের করব ক্যামনে? আমি তো কোনো এজেন্টই আসতে দেখলাম না। আমরা তো আহ্বান জানাব আসো। তবে অনেক কেন্দ্রেই এজেন্ট আছে।’

ইভিএমে ভোট দিতে কেমন লাগল-জানতে চাইলে নৌকার প্রার্থী বলেন, ‘আমার ভোট দিতে মাত্র দুই মিনিট সময় লাগছে। এক মিনিটেই দেয়া যায়। কিন্তু আমার দুই মিনিট লাগছে।’

বিএনপির মেয়র প্রার্থী রেফাত উল্লাহ বলেন, ‘আমিতো ভোট দিছি। সব কেন্দ্র থেকে পুলিং এজেন্ট বের করে দিছে। আর কী বলব?’

প্রচারেও রেফাত সেভাবে সক্রিয় ছিলেন না। প্রথম দুই তিন দিন তিনি মাঠে নামলেও পরে কেবল অনলাইনে প্রচার চালিয়েছেন।

ইসলামী আন্দোলনের মোজাফফর হোসেন বলেন, ‘আমার ভোট আমি দিতে পারছি। তবে অনেককেই হয়রানি করতেছে। নৌকার ভোট ওপেনলি নিতেছে। নৌকার পক্ষ থাইকা জোর জুলুম কইরা নিতাছে। রাজাসন আল আমিন পাবলিক স্কুল থেকে আমার এজেন্ট বাইর কইরা দিছে। এক জনকে ঢুকতে দেয়নি।’

ইভিএমে কীভাবে ভোট কারচুপি করা হচ্ছে এমন প্রশ্নে তিনি বলেন, “যখন আপনি ভোটার সিওর হবেন, কনফার্ম হওয়ার পরে তারা ‘কি’ করে জোর কইরা প্রতীকের মধ্যে নৌকার এজেন্ট যারা তারা সুইচে টিপ দিয়া জোর কইরা নিয়া নেয়।”

এ বিভাগের আরো খবর