বাগেরহাটের মোংলা পৌরসভায় অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী জুলফিকার আলী ও ১২ কাউন্সিলর প্রার্থী।
শহরের মাদ্রাসা রোডে নিজ বাসভবনে সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।
বিএনপির প্রার্থী অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপি হচ্ছে। আওয়ামী লীগের এজেন্টরা কেন্দ্র দখল করে আছে। এ কারণে তিনি ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় তার সঙ্গে একাত্মতা ঘোষণা করে ভোট বর্জন করেন ১২ কাউন্সিলর প্রার্থীও।
তবে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফরাজী বেনজীর আহম্মেদের দাবি, তাদের অভিযোগ ঠিক নয়।
এখন এই পৌরসভায় মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগের শেখ আব্দুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মোকসুদুর রহমান।