ফেনীর দাগনভূঞা পৌরসভার একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণে এক পুলিশ ও এক আনসার সদস্য আহত হয়েছেন।
পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে নয়টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
সোনাগাজী সার্কেলের এএসপি সাইকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। আহতরা হলেন, আনসার সদস্য মো. ফারুক ও পুলিশ সদস্য মাখন বড়ুয়া।
এএসপি সাইকুল জানান, কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা ওই দুই জনের গায়ে স্প্লিন্টার লেগেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ককটেল বিস্ফোরণের পর থমথমে পরিস্থিতিতে ওই কেন্দ্রে ভোট চলছে।
এদিকে, কুমিল্লার চান্দিনা পৌরসভায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হারং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে সকাল ৯টায় এই সংঘর্ষ হয়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন মো. ইলিয়াস জানান, ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেন ও নাজমুল হাসানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। কেউ আহত হয়েছে কি না তা তিনি নিশ্চিত করেননি।
তবে বিল্লাল হোসেনের ভাই ইব্রাহিম খলিল জানান, নাজমুলের সমর্থকরা তাদের তিন সমর্থককে কুপিয়ে আহত করেছে। এর মধ্যে মহসিন নামের এক জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
তবে ওই কেন্দ্রে ভোট নির্বিঘ্নে চলছে বলে দাবি করেন ওসি সামছুদ্দিন।