নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে আওয়ামী লীগের প্রার্থী আবদুল কাদের মির্জা বলেছেন, ভোট নিয়ে তার যে শঙ্কা ছিল, তা এখন নেই বললেই চলে।
পৌরসভার একটি কেন্দ্রে ভোট দিয়ে শনিবার সকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ওই সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের বিষয়ে আশা প্রকাশ করেন কাদের মির্জা।
তিনি বলেন, ‘বাংলাদেশে বর্তমান যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থার পরিবর্তন দাবি করে বিভিন্ন সভা-সমাবেশে কথা বলেছি। তা ছাড়া আমি এখানে যে উন্নয়ন করেছি এবং করোনার সময় আমি যে দায়িত্ব পালন করেছি, পাহাড়ের মতো আমি এখানে মানুষের পাশে ছিলাম।’
‘সবকিছু মিলিয়ে এই নির্বাচন একটা গুরুত্ব বহন করে। আমি এই নির্বাচনে শতভাগ আশাবাদী, আমি নির্বাচিত হব।’
পরাজিত হলে কী করবেন জানিয়ে কাদের মির্জা বলেন, ‘যদি নির্বাচিত না হই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি নির্বাচিত হবেন, তাকে অভিনন্দন জানিয়ে আমি বাড়ি ফিরে যাব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের প্রার্থী বলেন, ‘সিলেট সিটি করপোরেশনের সময় বিএনপি বলে এসেছিল নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়নি। কিন্তু রাতে দেখা গেল, তারা নির্বাচনে জয় লাভ করেছে। তখন তারা কী কথা বলেছে, সেটা তো আপনারা ভালোই জানেন।’
‘এবারের নির্বাচন নিয়ে যে আশঙ্কা করেছিলাম, এখন আসলে সেই শঙ্কা নেই বললেও চলে। হাই কমান্ড থেকে আমাকে বলা হয়েছে, এখানে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে।’
জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে কাদের মির্জা বলেন, ‘আমি এখন শতভাগ আশাবাদী। হাই কমান্ড থেকে প্রশাসনকে বলা হয়েছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে।’
এ সময় অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে সত্য, ন্যায় প্রতিষ্ঠার বিজয় হবে বলেও উল্লেখ করেন তিনি।
দ্বিতীয় দফায় দেশের ৬০ পৌরসভায় একযোগে ভোট শুরু হয়েছে। পৌরসভা পরিচালনায় মেয়র ও কাউন্সিলর নির্বাচনে রায় দিচ্ছেন ২২ লাখের বেশি ভোটার।
সকাল আটটায় শুরু হওয়া এ ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত। এর মধ্যে ২৮টিতে ইভিএম ও ৩২টিতে ব্যালটে ভোট নেয়া হচ্ছে।