যেসব পৌরসভায় ব্যালটে ভোট হচ্ছে বিতর্ক এড়াতে সেসব পৌরসভার ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছানো হয়েছে ভোটের দিন সকালে।
পৌরসভা নির্বাচনের দ্বিতীয় দফায় শনিবার দেশের ৬০টি পৌরসভায় এক যোগে শুরু হয়েছে ভোট। পৌরসভা পরিচালনায় মেয়র ও কাউন্সিলর নির্বাচনে রায় দিচ্ছেন ২২ লাখের বেশি ভোটার।আরও পড়ুন: মধ্যরাতের ভোটের মতো অপমান হয় না
প্রথম ধাপে ২৪টি পৌরসভার সবগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট হলেও দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভার মধ্যে ৩২টিতে ব্যালটে। বিতর্ক এড়াতে ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো ব্যালট পেপার, এমন ঘটনা দেশের নির্বাচনের ইতিহাসে বিরল।
ভোটের সকালে কিশোরগঞ্জ সদর পৌরসভায় পৌঁছানো হয় ব্যালটনিউজবাংলার কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, ভোর ৬টায় কড়া নিরাপত্তায় জেলার সদর পৌরসভার ২৮টি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম। জেলার কুলিয়ার চর পৌরসভায় ভোট হচ্ছে ইলেক্টোনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
কুষ্টিয়ার প্রতিনিধি জানান, কুষ্টিয়াতেও ভোর ৬টায় ব্যালট যায় সদর, মিরপুর ও ভেড়ামারা পৌরসভার ভোটকেন্দ্রে। জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা ই-সেবা কেন্দ্র থেকে ব্যালট নিয়ে যান স্ব স্ব কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
ব্যালটভর্তি পিকআপ ভ্যানের সঙ্গে পুলিশ ও বিজিবির টহল গাড়ি কেন্দ্র পর্যন্ত যায়। এই জেলার কুমারখালী পৌরসভায় ভোট হচ্ছে ইভিএম-এ।
সুনামগঞ্জের সদর ও ছাতক পৌরসভার কেন্দ্রগুলোতেও সকাল ৬টায় ব্যালট পেপার পৌঁছায় বলে জানান সেখানকার নিউজবাংলার প্রতিনিধি।
প্রিসাইডিং কর্মকর্তারা পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিতে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার নিয়ে যাওয়া হয়। জেলার জগন্নাথপুর পৌরসভায় ভোট হচ্ছে ইভিএম-এ।
পাবনায় জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে কড়া নিরাপত্তায় সকাল সাড়ে সাতটায় ভাঙ্গুরা, সাথিয়া, ঈশ্বরদী, ফরিদপুর পৌরসভার কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছানো হয় বলে জানান নিউজবাংলার প্রতিনিধি।
গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জের ৪০টি কেন্দ্রে সকাল ছয়টায় ব্যালট পেপার গেছে জেলা নির্বাচন কার্যালয় থেকে। নিরাপত্তায় ছিল পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা।
সকাল ছয়টায় ব্যালট পেপার গেছে দিনাজপুর সদর পৌরসভার ৪৯টি ও বিরামপুর পৌরসভার ১৬টি ভোট কেন্দ্রে।
সকাল সাতটার দিকে ব্যালট পেপার পৌঁছায় নেত্রোকোনার মোহনগঞ্জের কেন্দ্রগুলোতে। একই সময়ে ব্যালট পেপার পৌঁছায় ময়মনসিংহের মুক্তাগাছায়।
সিরাজগঞ্জে ভোট হচ্ছে পাঁচ পৌরসভায়। এর মধ্যে সদর, বেলকুচি, উল্লাপাড়া ও রায়গঞ্জের ভোটকেন্দ্রে ব্যালট পেপার গেছে শনিবার ভোরে। আর কাজিপুর পৌরসভায় ভোট হচ্ছে ইভিএম-এ।
সকাল ছয়টার পর ব্যালট পেপার পৌঁছায় বান্দরবানের লামা পৌরসভার কেন্দ্রগুলোতে।
অন্যান্য পৌরসভাগুলোতেও ব্যালট পেপার পৌঁছানো নিয়ে একই তথ্য পাওয়া গেছে।