বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মনোযোগের কেন্দ্র বসুরহাট প্রস্তুত ভোটে

  •    
  • ১৫ জানুয়ারি, ২০২১ ১৫:৩৩

কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। এলাকায় র‌্যাব ও বিজিবির টহল শুরু হয়েছে। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বসানো হয়েছে তল্লাশি চৌকি।

পৌর নির্বাচনে নোয়াখালীর বসুরহাট নিয়ে আলোচনা তুঙ্গে। ভোটের আগের দিন এলাকাবাসী অপেক্ষায় আছেন, কেমন যাবে শনিবার।

দ্বিতীয় ধাপে ভোট হচ্ছে মোট ৬০টি পৌরসভায়। এর মধ্যে ভোটের প্রচার চলাকালে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে বসুরহাট নিয়ে।ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আবদুল কাদের মির্জার একের পর এক বক্তব্য সংবাদের শিরোনাম হয়ে এসেছে গণমাধ্যমে।

বাংলাদেশের নির্বাচনগুলোতে সাধারণত বিরোধী দলের প্রার্থীরা ভোট কারচুপি নিয়ে সংশয়ের কথা বলে থাকেন, হুঁশিয়ারি দিয়ে থাকেন। তবে এই এলাকায় এই সতর্কতা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী যিনি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই।

কাদের মির্জার অনুসারীরা সুষ্ঠু ভোটের দাবিতে সড়ক অবরোধ করেছেন, প্রশাসককে বলেছেন, কোথাও কারচুপি হলে কেন্দ্র বন্ধ করে দেয়া হবে।

বসুরহাটে নিরাপত্তা জোরদার। বসেছে তল্লাশি চৌকি, টহল দিচ্ছে বিজিবি-র‌্যাব।

কাদের মির্জা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বলেছেন, কোনো অভিযোগ এলে ভোট বর্জন না করে তাকে জানাতে। তিনি তাদেরকে নিয়ে রাজপথে নামবেন।

বিস্ময়কর হলো, এই পৌরসভায় কাদের মির্জার প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা কামাল উদ্দিন চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসাইনের ভোটের পরিবেশ নিয়ে আপত্তি তো নেইই, বরং বাংলাদেশে বিরোধীদের মধ্যে যে ঢালাও অভিযোগের প্রবণতা আছে, তার বিপরীতে গিয়ে তারা বলছেন, এলাকায় নির্বাচনের পরিবেশ ভালো আছে।

প্রচার, বক্তব্য, আলোচনা-সমালোচনা, বাদানুবাদ শেষে এখন ভোটের অপেক্ষায় বসুরহাট। রাত ফুরোলেই খুলবে নির্বাচন কেন্দ্র। ভোট দিয়ে নতুন মেয়র ও কাউন্সিলর নির্বাচিত করবেন ভোটাররা।

ভোটের সামগ্রী কেন্দ্রে, নিরাপত্তা জোরদার

প্রথম ধাপে ২৪ পৌরসভার সবকটিতে ইভিএমে ভোট হলেও দ্বিতীয় ধাপে ৩২টি কেন্দ্রে ব্যালটে আর ২৮টিতে ইভিএমে ভোট হবে। এর একটি বসুরহাট।

শুক্রবার সকালে বসুরহাট পৌরসভার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নয়টি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে ইভিএমসহ প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করা হয়।

রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম জানান, নয়টি কেন্দ্রে এক জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে থাকবেন চার জন পুলিশ ও নয় জন আনসার সদস্য।

সেই সঙ্গে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রতি কেন্দ্রে এক জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুইটি স্ট্রাইকিং ফোর্স কাজ করবে।

তিনি বলেন, ‘আমরা আশা করছি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বসুরহাট নির্বাচনে মোট ভোটার ২১ হাজার ১১৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬২১ জন আর নারী ১০ হাজার ৪৯৪ জন।

নির্বাচনে নয়টি কেন্দ্রের সবগুলোকেই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে নির্বাচন কমিশন।

ভোটকেন্দ্রের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের তিনটি দল ও চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম।

শুক্রবার সকাল থেকেই তাদের টহল চলছে।

বসুরহাটে ভোটের আগের দিন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলছেন জেলার পুলিশ সুপার আলমগীর হোসেন।

এর আগে পৌরসভার সরকারি মুজিব কলেজ মাঠে পুলিশ ও আনসার সদস্যদের দিক নির্দেশনা দেন নোয়াখালী জেলার পুলিশ সুপার আলমগীর হোসেন।

তিনি বলেন, ‘নির্বাচনকে ঘিরে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। প্রতিটি কেন্দ্রে আমরা ফোর্স ডেপ্লয় করছি। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আমরা কাজ করছি। সে অনুযায়ী আমাদের সদস্যদের দিক নির্দেশনা দেয়া হয়েছে।’

সহিংসতা করতে পাশের জেলা থেকে অস্ত্রধারীরা প্রবেশ করছে বলে কাদের মির্জার অভিযোগের বিষয়ে পুলিশ সুপারকে প্রশ্ন রাখেন সাংবাদিকরা।

জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নাই। আমরা নির্বাচনি এলাকায় নিয়মিত তল্লাশি করছি, চেকপোস্ট বসানো হয়েছে। ভোটার ছাড়া অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না, অস্ত্রধারী তো নয়ই।’

নির্বাচনি এলাকায় কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা হতে দেয়া হবে না বলেও নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর