নাটোরের গুরুদাসপুর, নলডাঙ্গা এবং গোপালপুর পৌরসভায় ভোটের আগের দিন কারচুপির আশঙ্কার কথা জানিয়েছে বিএনপি। দাবি করা হয়েছে, ভোট সুষ্ঠু হলে তিনটিতেই জিতবে ধানের শীষের প্রার্থী।
পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে যে ৬০টি পৌরসভায় ভোটের অপেক্ষা, তাতে নাটোরের এই তিনটিতে গত তিন সপ্তাহে চলেছে ব্যাপক প্রচার।
শুক্রবার জেলা শহরের আলাইপুরে বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, ‘আগের মতো এবারও ভোট কারচুপির আশঙ্কা আছে। তবে সুষ্ঠুভাবে ভোট হলে তিনটিতেই মেয়র হবে বিএনপি প্রার্থী।’
নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের প্রতি আহ্বানও জানান এই বিএনপি নেতা।
গত তিনটি নির্বাচন কমিশন নিয়ে নানা অভিযোগ করেন দুলু। বলেন, ‘গণতন্ত্রের প্রধান হাতিয়ার নির্বাচন। সেই নির্বাচনকে ধ্বংস করেছে নির্বাচন কমিশনার।’
তিনি বলেন, ‘২০০৮ সালে শামছুল হুদা, ২০১৪ সালে রাকিব গং, ২০১৮ সালে নুরুল হুদা- এই তিন নির্বাচন কমিশনার ভোটের অধিকার এবং গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী। তাই তাদের গ্রেপ্তার করে জনতার আদালতে বিচার করতে হবে।’
এবারের পৌর নির্বাচনের পরিস্থিতি বিষয়ে দুলু বলেন, ‘কারচুপির নির্বাচনের মাধ্যমে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে। নির্বাচন কমিশন এতটাই ব্যর্থ যে প্রার্থীদের নিরাপত্তা দিতে পারছে না। এরইমধ্যে দুই জন কাউন্সিলর প্রার্থী খুন হয়েছেন। তারপরও নির্বাচন কমিশন জাতির ঘাড়ে চেপে বসে আছে।’
গণতন্ত্রের স্বার্থে নির্বাচন কমিশনারের পদত্যাগের আহ্বান জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলু।