বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অঙ্গীকার ভঙ্গ করে আ. লীগ থেকে বহিষ্কার

  •    
  • ১৪ জানুয়ারি, ২০২১ ১৭:৩৩

বগুড়ার ধুনট পৌরসভায় এ জি এম বাদশাহ ২০১৫ সালেও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে জিতেন। তখন মনোনয়ন না পাওয়ার পর নিজেই দল থেকে পদত্যাগ করেন। সেখানে আওয়ামী লীগ নৌকা প্রতীক দিয়েছে টিআইএম নূরুন্নবী তারিককে।

বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সাবেক মেয়র এ জি এম বাদশাহকে দল থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগ।

বুধবার এই চিঠিতে সই করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।সুপারিশপত্র কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে পাঠানো হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আফসার আলী এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছে টি আই এম নূরুন্নবী তারিককে।

বাদশাহ অঙ্গীকার করেছিলেন, যাকেই দল মনোনয়ন দেবে, মেনে নেবেন তিনি। কিন্তু তিনি কথা রাখেননি।

পাঁচ বছর আগের নির্বাচনেও বাদশাহ বিদ্রোহী প্রার্থী হয়ে ভোটের লড়াইয়ে দাঁড়ান। তখন তিনি ভোট করতে দল থেকে পদত্যাগও করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন বলেন, ‘এজিএম বাদশাহ্র সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের আর কোন সম্পর্ক থাকল না। এছাড়া আগামীতে তার আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই।’বাদশাহ্ নিউজবাংলাকে বলেন, ‘এ ধরনের কোনো চিঠি বা নোটিশ আমি পাইনি। এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি।’দল মনোনয়ন না দিলেও কেন বারবার নির্বাচন করছেন- এমন প্রশ্নে এই নেতা বলেন, ‘দীর্ঘদিন পৌরবাসীর সেবায় নিয়োজিত রয়েছি। পৌরবাসীর ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে জগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি।’ এজিএম বাদশাহ ১৯৭৮ সালে ধুনট থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্বশীল হিসেবে কাজ করে আসছিলেন।

সবশেষ তিনি ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।২০১১ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ধুনট পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মেয়র পদে জয় পান। ২০১৫ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও জিতেন।

এ পৌরসভায় ভোট হবে তৃতীয় ধাপে, আগামী ৩০ জানুয়ারি।

এ বিভাগের আরো খবর