আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনি প্রচার চালানোয় শেরপুরের নকলা পৌরসভা নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী তোতা মিয়াকে মঙ্গলবার সন্ধ্যায় জরিমানা করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান।
ইউএনও জানান, তোতা মিয়ার সমর্থকরা এলাকার রাস্তাজুড়ে জনসমাগম ও বিশাল শোডাউন করেন। এ কারণে পৌর নির্বাচনের বিধিমালা ২০১৫ এর ১১(২) লঙ্ঘনের দায়ে তোতা মিয়াকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযোগ স্বীকার করে তোতা মিয়া বলেন, কর্মী-সমর্থকরা অতি উৎসাহে তার অনুরোধ না মেনে একত্রিত হয়ে শ্লোগান দিতে দিতে রাস্তার মধ্যে দিয়ে মিছিল করে। পরে ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে তাকে জরিমানা করে।
প্রতীক বরাদ্দের পর প্রার্থী বা সমর্থকরা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করতে পারেন এমন আশঙ্কায় মঙ্গলবার পৌর এলাকায় তদারকিতে নামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও জাহিদুরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও জাহিদুর বলেন, ‘আচরণ বিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেয়া হবে না। নির্বাচন পরিচালনা ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এ ধরনের অভিযান ভোটের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।’
তৃতীয় ধাপে এই পৌরসভায় ভোট হবে আগামি ৩০ জানুয়ারি।