পৌরসভা নির্বাচনে প্রার্থীদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) কবিতা খানম।মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।ইসি কবিতা খানম বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের দিন সবাইকে শৃঙ্খলা মানতে হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব প্রার্থীকে আচরণবিধি মানতে হবে। ভোটারা যেন কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করবে প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন তৎপর রয়েছে।নির্বাচন কমিশনার বলেন, পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরেপক্ষ করতে রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে কঠোর অবস্থানে থাকতে হবে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন পুলিশ সুপার জায়েদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মতিয়ুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নূসরাত জাহান।
ইভিএমে ১৬ জানুয়ারি তারাব পৌরসভা নির্বাচনে ভোট নেয়া হবে। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নয় জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে আর প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত হয়েছেন হাসিনা গাজী।
তারাব পৌরসভার ভোটার সংখ্যা ৮৫ হাজার ২৬৯। এর মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ১৫১ ও মহিলা ভোটার ৪১ হাজার ১১৮ জন।