প্রার্থীদের প্রচার ও গণসংযোগে জমজমাট চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভা। এলাকার অলি-গলি, পাড়া-মহল্লা মিছিল ও স্লোগানে মুখর। চায়ের দোকান থেকে বাড়িঘরেও এখন আলোচনার কেন্দ্রবিন্দু- কে হবেন নতুন পৌর মেয়র।
এই পৌরসভা গঠনের পর চার বার হয়েছে নির্বাচন। সবশেষ নির্বাচনে মেয়র পদ পেয়েছেন আওয়ামী লীগের জাফর উল্যাহ টিটু। এ কারণে এবারও নৌকা প্রতীকে জয়ের ব্যপারে আশাবাদী দলের প্রার্থী আওয়ামী লীগের মোক্তাদের মাওলা সেলিম।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘জনগণ ভোট দিলে নির্বাচনে অবশ্যই জয় পাব। তবুও আমি বসে নেই। নেতা-কর্মী, সমর্থকদের নিয়ে বিরামহীন কাজ করছি। জনগণের কাছ যাচ্ছি, উঠান বৈঠক করছি।’
জয়ের ব্যপারে আত্মবিশ্বাসী তার প্রতিপক্ষ বিএনপি প্রার্থী আবুল বশারও। প্রচারে মাঠে সমানতালে কাজ করছেন তার নেতা-কর্মীরাও। তবে অভিযোগ আছে প্রচারে বাধা পাওয়ার।
বশার বলেন, ‘মাইকিং-পোস্টারিং কিছুই কারতে দেয়া হচ্ছে না। ব্যানার লাগানো বন্ধ করে দেয়া হচ্ছে। তারপরও আমি কাজ করে যাচ্ছি। সাধারণ ভোটাররা যদি ভোটকেন্দ্রে যেতে পারে, নিজেদের পছন্দে ভোট দিতে পারে, তাহলে আমি জিতব।’
দ্বিতীয় দফার নির্বাচনে সন্দ্বীপ পৌরসভায় ভোট হবে আগামী ১৬ জানুয়ারি। উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউস সারওয়ার জানান, ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষায় ১২ জন ম্যাজিস্ট্রেটের পাশাপাশি মাঠে থাকবেন র্যাব, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর চারশোর বেশি সদস্য।