ঢাকা মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন করেছে বামপন্থি সংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মুনির চৌধুরী মিলনায়তনে মঙ্গলবার এক কর্মীসভা শেষে রিয়ন রায়কে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়।
সংগঠনটি থেকে বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রিয়ন এর আগে ঢাকা মহানগর কমিটির সাংগাঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
কর্মীসভায় সবার সম্মতিতে ১৫ সদস্যের এই কমিটিতে ফারহা তাহসিন, সরফরাজ সানোয়ার ও রাসেল তুষারকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ইকবাল কবীর, সহ সভাপতি সাদেকুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক দিলীপ রায় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা জাবির আহমেদ জুবেলসহ অনেকে।
সভায় ইকবাল কবীর বলেন, ‘একদিকে দেশজুড়ে শিক্ষাঙ্গনে ছাত্রলীগ নানা ধরনের নৈরাজ্য সৃষ্টি করে চলছে, নিপীড়ন করছে সাধারণ শিক্ষার্থীদের। সাধারণ শিক্ষার্থীরা যখন কোনো ন্যায্য আন্দোলন গড়ে তোলার চেষ্টা করে, তখনই ছাত্রলীগ তাতে বাঁধা দেয় এবং হামলা করে চলছে।
‘অন্যদিকে দেশজুড়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার জনগণের সব ধরনের নাগরিক অধিকার হরণ করে জনগণের ওপরে এক অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এ অবস্থায় বিপ্লবী ছাত্র মৈত্রীর সব নেতাকর্মীকে নৈরাজ্য এবং সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা বিনির্মাণে লড়াই করতে হবে। সেই সঙ্গে আওয়ামী ফ্যাসিবাদকে উচ্ছেদ করে শ্রমজীবী মেহনতী জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে।’