রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।
শনিবার রাত ১০টার দিকে ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২৩ বছর বয়সী যুবকের নাম মিরাজুল ইসলাম শাওন। এ ঘটনায় রাব্বি নামে ২২ বছর বয়সী আরেক যুবক আহত হয়েছেন।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।
তিনি জানান, মোটরসাইকেলে যাওয়ার সময় শনিবার রাত ১০টার দিকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় শাওন ও রাব্বি ফ্লাইওভারের ঢালে ছিটকে পড়েন। এ ঘটনায় তারা গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে শাওনকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে রোববার সকালে শাওনের প্রতিবেশী গোলাম রব্বানী মরদেহ শনাক্ত করেন।
তিনি বলেন, ‘শাওনের বাড়ি শরীয়তপুর জেলায়। বর্তমানে সবুজবাগ মায়া কানন মঞ্জু কমিশনার গলি এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।’
ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে পড়ে শাওন ও রাব্বি গুরুতর আহত হয়। পরে শাওন হাসপাতালে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’