সাইদুল ইসলাম খান পল ১৯৭৫-পরবর্তী সময়ে ছাত্রলীগকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ১৯৮৬ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ঢাকা কলেজে ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম খান পল মারা গেছেন।
সোমবার সকাল ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি হৃদরোগে ভুগছিলেন।
সাইদুল ইসলাম পল ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
পলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এলিফ্যান্ট রোড মেডিক্যাল স্টাফ কোয়ার্টার মসজিদে। জানাজা শেষে সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে তাকে দাফনের কথা রয়েছে।
সাইদুল ইসলাম খান পল ১৯৭৫-পরবর্তী সময়ে ছাত্রলীগকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ১৯৮৬ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ঢাকা কলেজে ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি।