ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক রোগীর স্বজনদের কৌশলে জুস খাইয়ে অচেতন করে তাদের কাছ থেকে মোবাইল ও টাকাপয়সা হাতিয়ে নিয়েছে কয়েক ব্যক্তি। পুলিশ বলছে তারা প্রতারক।
শনিবার রাতে এসব প্রতারকের খপ্পরে পড়েন হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর বেডের সুমি আক্তার নামে এক রোগীর তিন স্বজন।
অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ট্রলিম্যান তাদের উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তাদের স্টোমাক ওয়াশ করা হয়। তিনজনই এখন জরুরি বিভাগে চিকিৎসাধীন।
জুস খেয়ে অচেতন তিনজন হলেন মো. আমির হোসেন, জহুরা খাতুন ও সুমনা আক্তার।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, এক রোগীর তিন আত্মীয়কে প্রতারক চক্র জুস খাইয়ে অচেতন করে দুটি মোবাইল ফোন ও ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।