বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জামিন মেলেনি হেলেনার

  •    
  • ১৯ আগস্ট, ২০২১ ১৮:১০

‘তিনি দেশের নারীদের কর্মসংস্থান সৃষ্টি করে অনেক অবদান রেখেছেন, তাকে এই বন্যপ্রাণী সংরক্ষণ আইনের মামলায় আটক রাখা যায় না। এটা জামিনযোগ্য মামলা। এই ক্যাঙ্গারুর চামড়া আসামিকে উপহার দেয়া হয়েছে। তিনি কোনো বন্যপ্রানীকে নিধন করে নাই।’

মাদক, বন্যপ্রাণী সংরক্ষণসহ বিশেষ ক্ষমতা আইনের মামলায় করা জামিন আবেদন নাকচ হয়েছে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদ্যবহিস্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু বক্কর ছিদ্দিক এ আদেশ দেন।

এর আগে অবশ্য পর্নগ্রাফি আইনে করা একটি মামলায় তাকে জামিন দেয়া হয়।

বৃহস্পতিবার হেলেনার পক্ষে জামিন আবেদন শুনানি করেন তার আইনজীবী মো. শফিকুল ইসলাম।

শুনানিতে তিনি বলেন, হেলেনা একজন ব্যবসায়ী ও সিআইপি।

‘তিনি দেশের নারীদের কর্মসংস্থান সৃষ্টি করে অনেক অবদান রেখেছেন, তাকে এই বন্যপ্রাণী সংরক্ষণ আইনের মামলায় আটক রাখা যায় না। এটা জামিনযোগ্য মামলা। এই ক্যাঙ্গারুর চামড়া আসামিকে উপহার দেয়া হয়েছে। তিনি কোনো বন্যপ্রানীকে নিধন করে নাই।’

আইনজীবী আরও বলেন, বিশেষ ক্ষমতা আইনের যে ধারা দেয়া হয়েছে তা আন্তর্জাতিক চোরাচালানের ক্ষেত্রে প্রযোজ্য। এ ক্ষেত্রে মামলার বাদি এবং তদন্ত কর্মকর্তা কোনো প্রমাণ আদালতে হাজির করতে পারে নাই।

তিনি যে কোনো শর্তে হেলেনাকে জামিন দেয়ার আবেদন জানান।

তিনি আরও বলেন, সরকার যেখানে নারীর ক্ষমতায়নে অঙ্গীকারবদ্ধ, সেখানে একজন নারীকে বিভিন্ন মামলার অজুহাতে বার বার রিমান্ডে নিয়ে হেনস্থা করা হয়েছে। তাছাড়া তিনি অসুস্থ তাই যে কোনো শর্তে তাকে জামিনে মুক্তি দিয়ে মানবিক বিবেচনায় সুচিকিৎসার সুযোগ দেয়া হোক।’

রাষ্ট্র পক্ষে গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. আলমগীর জামিনের বিরোধিতা করেন।

হেলেনার আইনজীবী নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার তিনদিনের রিমান্ড শেষে হেলেনা জাহাঙ্গীরকে এ মামলায় ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় হেলেনা জাহাঙ্গীর স্বেচ্ছায় দায়স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ দিন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে তার আইনজীবী প্রতারণার মামলায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নাকচ করে দেন।

১৭ আগস্ট পল্লবী থানার পর্নোগ্রাফি আইনে করা মামলায় হেলেনা জাহাঙ্গীরের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান তাকে জামিন দেন।

এর আগে ৩ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত পৃথক চার মামলায় শুনানি শেষে তাকে ১৪ দিনের রিমান্ডে পাঠান।

এদিন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিনদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

এরপর রাজধানীর পল্লবী থানার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিন এবং একই থানায় করা প্রতারণার আরেক মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

অপর দিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান জামিনের আবেদন নাকচ করে হেলেনাকে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় চারদিন ও প্রতারণার মামলায় চারদিনের রিমান্ডে পাঠান।

এরপর গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে আবারও ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ।

এ ছাড়া গুলশান থানার বিশেষ ক্ষমতা আইনের আরেক মামলায় তাকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। অপর দিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তার জামিন আবেদন নাকচ করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিনদিন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় তিনদিনের রিমাণ্ডে পাঠান।

৩০ জুলাই সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে হেলেনা জাহাঙ্গীরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক (অপারেশন) শেখ শাহানুর রহমান।

অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী তার জামিন আবেদন নাকচ করে তিনদিনের রিমান্ডের আদেশ দেন।

২৯ জুলাই রাত ১২টার দিকে গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসায় দীর্ঘ প্রায় চার ঘণ্টা অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‍্যাব সদস্যরা।

এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, চাকু, বৈদেশিক মুদ্রা, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া জব্দ করা হয়।

এ বিভাগের আরো খবর