ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সাবেক সেক্রেটারি জয় গোপাল সরকার হাইকোর্ট থেকে চার মামলায় জামিন পেয়েছেন।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. কামরুল ইসলাম, আব্দুর রহমান হাওলাদার ও মুনমুন নাহার।
দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান ও শাহীন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।
আসামি জয় গোপাল একসময় ওয়ান্ডারার্স ক্লাবের ফুটবলার ছিলেন। অবসরে গিয়ে ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য ও পরে ক্যাশিয়ারের দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি ক্লাবটির সাধারণ সম্পাদক হন।
ক্যাসিনো পরিচালনার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি কেরানীগঞ্জের একটি ভবন থেকে সিআইডি এনামুল হক এনু ও রুপন ভূঁইয়া নামে দুই ভাইকে গ্রেপ্তার করে সিআইডি। এরপর গেন্ডারিয়া থানায় মানি লন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়।
আদালতে এনু ও রুপনের দেয়া ১৬৪ ধারার জবানবন্দিতে উঠে আসে জয় গোপালের নাম। তদন্তের এ পর্যায়ে সিআইডি গত বছর ১৩ জুলাই লালবাগ থেকে গ্রেপ্তার করে জয় গোপালকে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।