রাজধানীর গুলশানের ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলা থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়েছে আদালত।
ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘এই মামলার দায় হতে সায়েম সোবহানকে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে অব্যাহতি দেয়া হয়েছে। ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ আদেশ দেন।’
এই আত্মহত্যা প্ররোচনা মামলায় আনভীরের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি উল্লেখ করে গত ১৯ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় গুলশান থানার পুলিশ।
সেই প্রতিবেদনের গ্রহণযোগ্যতা বিষয়ে মঙ্গলবার শুনানি হয়। এদিন সকালে মামলার বাদী মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়ার পক্ষে মাসুদ সালাউদ্দিন চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। ওই আবেদনের ওপর শুনানি শেষে বিচারক নথি পর্যালোচনা আদেশের জন্য সময় রাখেন।
বুধবার বিকেলে নারাজির আবেদন নাকচ করে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সায়েম সোবহানকে অব্যাহতির আদেশ দেন বিচারক রাজেশ চৌধুরী।
গুলশানের একটি ফ্ল্যাট থেকে গত ২৬ এপ্রিল সন্ধ্যায় মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মেয়েটিকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ওই দিন রাতেই গুলশান থানায় মামলা করেন তার বড় বোন নুশরাত জাহান তানিয়া। এতে আসামি করা হয় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে।
প্রায় তিন মাস পর আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় গুলশান থানার পুলিশ। প্রতিবেদনে বলা হয়, আত্মহত্যা প্ররোচনায় বসুন্ধরার এমডির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।