হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক সপ্তাহের মধ্যে ছয় মামলায় জামিন পেয়েছেন।
আদালত মঙ্গলবার মতিঝিল থানার তিন মামলায় তার জামিনের আদেশ দেয়। গত সপ্তাহে পল্টন থানার তিন মামলায় তিনি জামিন পেয়েছেন।
ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া মঙ্গলবার শুনানি শেষে তিন মামলায় জামিন আদেশ দেন।
আদালতে আসামি মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পক্ষে আইনজীবী আরাফাত মোস্তফা জামিন চেয়ে শুনানি করেন।
শুনানিতে তিনি বলেন, ‘আসামি আফেন্দীর বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তা অগ্রগতি পাননি। একজন নিরপরাধ ব্যক্তিকে শুধু সন্দেহের ওপর ভিত্তি করে জেলহাজতে আটক রাখা উচিত নয়। সে কারণে যেকোনো শর্তে তাকে জামিন দেয়া হোক।’
রাষ্ট্রপক্ষে আসামির জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন মামলায় তার জামিন দেয়।
আসামিপক্ষের আইনজীবী আরাফাত মোস্তফা জামিনের বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
এর আগে ১১ আগস্ট পল্টন থানার নাশকতার পৃথক তিন মামলায় জামিন পান হেফাজত নেতা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। অবরোধ কর্মসূচির নামে লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন, দৈনিক বাংলার মোড়, আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন হেফাজত কর্মীরা। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজতের নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশ মামলা করে।
গত ১৫ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইসলামবাগ এলাকা থেকে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে আটক করে ডিবি পুলিশ। এরপর তাকে কয়েক দফা রিমান্ডে নেয়া হয়। তিনি বর্তমানে কারাগারে আছেন।