বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

  •    
  • ১৭ আগস্ট, ২০২১ ০৯:২১

বাহিনীটি বলছে, নিহত দুজন ডাকাতদলের সদস্য। তারা কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। বাহিনীটি বলছে, ওই দুই যুবক ডাকাতদলের সদস্য।

দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন র‌্যাব-১০-এর সদস্যরা। এরপর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫টার দিকে মারা যান তারা।

নিহত দুই যুবকের পরিচয় জানা যায়নি। তাদের বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

র‌্যাব-১০-এর ডিএডি নজরুল ইসলাম জানান, নিহত দুজন ডাকাতদলের সদস্য। ঝিলমিল আবাসিক এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তারা।

খবর পেয়ে র‌্যাবের সদস্যরা সেখানে পৌঁছলে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ওই দুই যুবক। তখন র‌্যাব পাল্টা গুলি করলে তাতে বিদ্ধ হন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া নিউজবাংলাকে জানান, র‌্যাব সদস্যরা দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকা থেকে গুলিবিদ্ধ দুই যুবককে নিয়ে এসেছিলেন। তারা মারা গেছেন।

এ বিভাগের আরো খবর