ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হারুন-অর-রশীদ নামের হাজতির মৃত্যু হয়।
২৭ বছর বয়সী হারুনের বাবার নাম বজলুর রশিদ।
কারারক্ষী রুবেল মিয়া বলেন, ‘হাজতি হারুন কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আমরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘হারুন কোন মামলায় হাজতে ছিলেন তা জানি না।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘কারাগার থেকে এক হাজতিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যালে আনা হয়েছিল। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।’