বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রূপগঞ্জে কারখানায় আগুন: নিখোঁজ শ্রমিকদের খুঁজতে তদন্ত দাবি

  •    
  • ১৬ আগস্ট, ২০২১ ১৫:১২

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোলাম ছারোয়ার বলেন, হাসেম ফুডসে অগ্নিকাণ্ডে অনেক শ্রমিক নিখোঁজ রয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন তদন্ত কমিটির প্রতিবেদনে এ বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে নিখোঁজ শ্রমিকদের বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করার দাবি করেছে সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটি।

জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সোমবার সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটির সদস্যসচিব গোলাম ছারোয়ার।

লিখিত বক্তব্যে গোলাম ছারোয়ার বলেন, হাসেম ফুডসে অগ্নিকাণ্ডে অনেক শ্রমিক নিখোঁজ রয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন তদন্ত কমিটির প্রতিবেদনে এ বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

তিনি আরও বলেন, হাসেম ফুডস কারখানায় সংগঠিত অগ্নিকাণ্ডের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি কারখানায় শিশুশ্রমের মতো অপরাধমূলক কাজ করানোর প্রমাণ পেয়েছে।

এ ছাড়া কারখানায় যথাযথ লাইসেন্স না থাকা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা, বিল্ডিং কোড না মেনে নির্মাণসহ কর্তৃপক্ষের নানা অনিয়মেরও প্রমাণ পাওয়া গেছে কমিটির প্রতিবেদনে।

এই তদন্ত প্রতিবেদনে সজীব গ্রুপের কারখানায় কর্তৃপক্ষের আইন লঙ্ঘন, শিশুশ্রমিক নিয়োগ, অনিরাপদ কর্মসংস্থান, বিপজ্জনক কর্মপরিবেশসহ কোম্পানির ধারাবাহিক নানা অপরাধমূলক অনিয়ম ও অবহেলার কারণে এই শ্রমিক হত্যাকাণ্ড বিষয়ে আমাদের বক্তব্য প্রমাণিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে সজীব গ্রুপের অনিয়মসহ ভবিষ্যতে অগ্নিকাণ্ড রোধে যে ২০টি সুপারিশ দিয়েছে যা গঠনমূলক।

চলতি বছরের ৮ জুলাই রূপগঞ্জের হাসেম ফুডের এক কারখানায় আগুনে ৫২ জন নিহত হয়। এ ছাড়া আরও শ্রমিক নিখোঁজ রয়েছে বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে সদস্যসচিব নিহত ও আহত শ্রমিক এবং তাদের পরিবারকে আইএলও কনভেনশন ১২১ ধারা অনুযায়ী ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।

গোলাম ছারোয়ার বলেন, নিহত শ্রমিক পরিবারের কোনো সদস্যকে সজীব গ্রুপের অন্য ফ্যাক্টরিতে চাকরি দেয়ার বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তদন্ত কমিটি সুপারিশ করেছে, যা ইতিবাচক। তবে সজীব গ্রুপের অন্য কারখানায় নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করার আগে সজীব গ্রুপের সব কারখানায় বিপজ্জনক কর্মপরিবেশ, শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বাংলাদেশ শ্রম আইন, শ্রমিক অধিকার লঙ্ঘন ও তাদের অপরাধমূলক অবহেলার বিষয়ে স্বচ্ছ তদন্ত করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক আব্দুল মজিদ, সদস্য লীনা খানম, সবিতা, আবুল কালাম আজাদ, মামুন হোসেনসহ আরও অনেকে।

এ বিভাগের আরো খবর