দশ ট্রাক অস্ত্র ও ২১ আগস্ট মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রোববার সকাল ৮টা ৪০ এ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রহিম। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৮ বছর। তার মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আব্দুর রহিমকে গত ৩১ জুলাই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে কেরাণীগঞ্জ কারাগারে পাঠানো হয়। সেখান থেকে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালের ৫নং ওয়ার্ডে করোনা ইউনিটে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ চন্দ্র ঘোষ।
তিনি জানান, আব্দুর রহিমের করোনা উপসর্গ দেখা দিলে পরীক্ষার পর ২৬ জুলাই করোনা শনাক্ত হয়। ওই সময় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ৩১ জুলাই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। একই দিনে তাকে ঢামেক থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়। রোববার সকালে তিনি মারা যান।
২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা বা সিইউএফএল জেটিঘাটে খালাসের সময় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ১০ ট্রাক অস্ত্রের চালান আটক করে পুলিশ।
এ মামলায় দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০১৪ সালের শুরুতে রায় দেয় চট্টগ্রামের মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইবুন্যাল। এতে ৫২ জন আসামির মধ্যে ১৪ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। খালাস দেয়া হয় ৩৮ জনকে।
মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে ছিলেন খালেদা জিয়ার সরকারের শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া, এনএসআইয়ের সাবেক দুই প্রধান রেজ্জাকুল হায়দার চৌধুরী ও মো. আব্দুর রহিম।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলারও মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আব্দুর রহিম।