রাজধানীর ভাটারা থানায় করা মাদক মামলায় গ্রেপ্তার মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে আবার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।
শনিবার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রনপ কুমার ভক্ত।
তিনি জানান, ভাটারা থানার মাদক মামলায় পিয়াসাকে আরও পাঁচ দিন জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম।
১৮ আগস্ট মহানগর হাকিম (সিএমএম) আদালতে পিয়াসার উপস্থিতিতে আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে রাজধানীর গুলশান ও ভাটারা থানায় করা মাদক মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠায় আদালত। বুধবার ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লাহর আদালতে শুনানি শেষে তিনি এ আদেশ দেন।
এদিন গুলশান থানার মামলায় দুই দিন ও ভাটারা থানার মামলায় তিন দিনের রিমান্ড শেষে পিয়াসাকে আদালতে হাজির করা হয়। দুই মামলায় তার আবারও পাঁচ দিন করে দশ দিনের রিমান্ড আবেদন করেছিল তদন্ত সংস্থা সিআইডি।
পিয়াসার পক্ষে তার আইনজীবী জামিল সিদ্দিকী বাপ্পি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
১ আগস্ট রাতে পিয়াসার বারিধারার বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন গুলশান থানার মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর গুলশান, ভাটারা ও খিলক্ষেত থানার আলাদা তিন মামলায় তার আট দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।