বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধানমন্ডি ৩২ ঘিরে নিরাপত্তা কেমন, জানাল ডিএমপি

  •    
  • ১৪ আগস্ট, ২০২১ ১৩:৪৫

ধানমন্ডি ৩২ নম্বর এলাকার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, ১৫ আগস্ট ঘিরে জঙ্গি তৎপরতাসহ যেকোনো নাশকতা ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ওই এলাকায় দফায় দফায় তল্লাশি, চেকপোস্ট, ব্লক রেইডের মতো ব্যবস্থা থাকবে। একই সঙ্গে থাকবে গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং।

জাতীয় শোক দিবসকে সামনে রেখে শনিবার বেলা সোয়া ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

তিনি জানিয়েছেন, ১৫ আগস্ট ঘিরে জঙ্গি তৎপরতাসহ যেকোনো নাশকতা ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

ধানমন্ডি ৩২ ঘিরে নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন,

‘নিরাপত্তা নিশ্চিত করতে ধানমন্ডি ৩২ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা প্রত্যেক ব্যক্তিকে হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে আর্চওয়ের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তল্লাশি, ব্লক রেইড, চেকপোস্টের কার্যক্রম অব্যাহত আছে। ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি এবং পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

‘ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিট দিয়ে সুইপিং করানো হয়েছে। ধানমন্ডি ৩২ ও বনানী কবরস্থানকেন্দ্রিক অনুষ্ঠানস্থল এবং তার আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় রয়েছে। ভেন্যুকেন্দ্রিক অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক সিসিটিভি মনিটর করা হচ্ছে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘আগস্ট মাস বাঙালি জাতির জন্য অভিশপ্ত মাস। এ মাসে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে ২১ আগস্টের বোমা হামলা এবং ১৭ আগস্ট দেশজুড়ে সিরিজ বোমা হামলা চালানো হয়।

‘তাই এ মাস আসলে সরকারের প্রত্যেকটি আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকে, যাতে ষড়যন্ত্রকারীরা দ্বিতীয়বার এ ঘটনা না ঘটাতে পারে।’

তিনি বলেন, ‘শোক দিবসের কর্মসূচি ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় প্রতিবারের মতোই যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। যারা অনুষ্ঠানস্থলে আসবেন, তাদেরকে হেঁটে আসতে হবে। এখানে প্রবেশের আগেই প্রতিটি চেকপোস্টে প্রত্যেককে ফিজিক্যালি ও আর্চওয়ের মাধ্যমে তল্লাশি করা হবে।’

প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে ঢাকা মহানগর পুলিশের প্রধান বলেন, ‘প্রধানমন্ত্রী যতক্ষণ এই ভেন্যুতে থাকবেন ততক্ষণ পুরো ভেন্যুটি জনশূন্য থাকবে। শুধু তার নিরাপত্তার দায়িত্বে সংশ্লিষ্টরা অবস্থান করবেন। সকাল সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রীর ভেন্যু ত্যাগ করার কথা রয়েছে।

‘এরপর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং পর্যায়ক্রমে সর্বসাধারণের পুষ্পস্তবক অর্পণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।’

অনুষ্ঠানস্থলে প্রবেশের পর সেলফি তুলে ভিড় না করার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার।

জঙ্গিদের তৎপরতা নিয়ে কমিশনার জানান, জঙ্গিরা থেমে নেই। বাংলাদেশে যাতে আর একটিও জঙ্গি হামলার ঘটনা না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

শফিকুল বলেন, ‘গত পরশু দিন আমরা জঙ্গি সংগঠনের একজন লিডিং সদস্যকে গ্রেপ্তার করেছি। তিনি বোমা বিশেষজ্ঞ, অনলাইনে তিনি বোমা তৈরির প্রশিক্ষণ দিতেন। নারায়ণগঞ্জের যে শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে, সেটাও সরাসরি তার তত্ত্বাবধানে তৈরি করা হয়।

‘এই মাসে উল্লেখযোগ্যসংখ্যক জঙ্গি বা নাশকতাকারী গ্রেপ্তার করা হয়েছে, তারা যে থেমে নেই, এতটুকু বলা যায়। তবে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছি, যাতে বাংলাদেশ আরেকটি ঘটনাও না ঘটে।’

এ বিভাগের আরো খবর