বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কিছুই বলেননি পরীমনি

  •    
  • ১৩ আগস্ট, ২০২১ ১৯:৩২

উৎসুক জনতা ও সংবাদকর্মীরা অপেক্ষায় থাকলেও এবার কারও উদ্দেশে কিছু বলেননি পরীমনি। সবার প্রত্যাশা ভেঙে একমাত্র আসামি পরীমনিকে নিয়ে প্রিজন ভ্যানটি কাশিমপুর কারাগারের উদ্দেশে আদালত চত্বর ছেড়ে যায়।

আদালতে হাজির করা হলে আগেরবার গত মঙ্গলবার চিত্রনায়িকা পরীমনি সাংবাদিকদের উদ্দেশে কথা বললেও এবার সে রকম কোনো সুযোগ তিনি পাননি।

শুক্রবার জামিন শুনানির জন্য যখন পরীমনি অপেক্ষমাণ ছিলেন, তখন তাকে রাখা হয় কোর্ট হাজতে। সেখানে সাংবাদিকদের প্রবেশের সুযোগ ছিল না।

শুনানি শেষে প্রিজন ভ্যানে করে যখন তাকে কারাগারের উদ্দেশে নেয়া হয়, তখনও মিডিয়াকর্মীরা তার কাছাকাছি যেতে পারেননি। পরীমনির পক্ষে কথা বলেছেন তার আইনজীবী।

গত ১০ আগস্ট মাদক মামলায় আবারও দুই দিনের রিমান্ডের আদেশ পাওয়ার পর আদালতে কান্নায় ভেঙে পড়েন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই অভিনেত্রী। আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় ক্ষোভও প্রকাশ করেন তিনি। পরীমনির দাবি, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।

মাদক মামলায় চার দিনের রিমান্ড শেষে মঙ্গলবার দুপুরে ঢাকা মুখ্য মহানগর দায়রা আদালতে তোলা হয় পরীমনিকে। এ সময় তাকে আরও পাঁচ দিন রিমান্ডে পেতে আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় মাস্ক খুলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, ‘আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, আপনারা মিডিয়া কী করছেন? সব তাকিয়ে তাকিয়ে দেখছেন।’

শুক্রবার রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

প্রিজন ভ্যানটি কাশিমপুর কারাগারের উদ্দেশে একমাত্র আসামি পরীমনিকে নিয়ে আদালত চত্বর ছেড়ে বেরিয়ে যায়। ছবি: সাইফুল ইসলাম

ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল শুক্রবার বিকেলে এ আদেশ দেন।

এরপর বিকেল ৪টা ১২ মিনিটে পরীমনিকে মহানগর হাকিম আদালতের গারদখানা থেকে কাশিমপুর কারাগারের উদ্দেশে নিয়ে যাওয়ার জন্য আসামি বহনকারী প্রিজন ভ্যানে তোলা হয়।

আলোচিত এই অভিনেত্রীকে একনজর দেখতে সকাল থেকেই আদালত চত্বরে ভিড় জমান শত শত মানুষ।

উৎসুক জনতা ও সংবাদকর্মীরা অপেক্ষায় থাকলেও এবার কারও উদ্দেশে কিছু বলেননি পরীমনি।

সবার প্রত্যাশা ভেঙে প্রিজন ভ্যানটি কাশিমপুর কারাগারের উদ্দেশে একমাত্র আসামি পরীমনিকে নিয়ে আদালত চত্বর ছেড়ে বেরিয়ে যায়।

প্রিজন ভ্যানের ওপরের দিকে লোহার শিকের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল পরীমনি এদিক থেকে ওদিকে যাচ্ছিলেন।

তার উচ্চতা অনুযায়ী তার পক্ষে ওপরের ওই ছোট্ট জানালা নাগাল পাওয়া সম্ভব ছিল না।

এ বিভাগের আরো খবর