বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রিমান্ড শেষে কারাগারে মডেল মৌ

  •    
  • ১৩ আগস্ট, ২০২১ ১৯:১৩

তিন দফায় ৮ দিনের রিমান্ড শেষে মোহাম্মদপুর থানায় করা মাদক মামলায় মৌকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক প্রবীণ কুমার ঘোষ।

মাদকসহ গ্রেপ্তার মডেল মরিয়ম আক্তার মৌকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

শুক্রবার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে তিন দফায় আট দিনের রিমান্ড শেষে মোহাম্মদপুর থানায় করা মাদক মামলায় মৌকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক প্রবীণ কুমার ঘোষ।

মৌয়ের পক্ষে ঢাকা বারের সভাপতি আবদুল বাতেন জামিনের আবেদন করেন।

শুনানিতে তিনি বলেন, আসামি একজন জননন্দিত শিল্পী। তিনি সমাজে ও পরিবারে সম্মানের অধিকারী নারী।

তাকে কয়েক দফায় আট দিনের জিজ্ঞাসাবাদে কোনো অগ্রগতি নেই। তিনি অযথা হয়রানির শিকার হচ্ছেন।

একটি সাজানো ঘটনায় তাকে আটকে না রেখে জামিন দেয়া হোক।

তিনি আদালতকে আরও বলেন, ‘আসামি শারীরিকভাবে অনেক অসুস্থ। তাই তার চিকিৎসার আবেদন করেছি আমরা।

‘একজন অসুস্থ ব্যক্তি এবং তিনি একজন নারী। তাই তাকে আপনি জামিন দিতে পারেন। মানবিক কারণে একজন অসুস্থ নারীর জামিন চাচ্ছি। যেকোনো শর্তে তাকে জামিন দেয়া হোক।’

রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

দুই পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

বিষয়টি মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মো. শরিফুল ইসলাম নিউজবাংলাকে নিশ্চিত করেন ।

গত ১ আগস্ট রাতে মৌয়ের মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন আদালত তাকে তিন দিনের পুলিশি রিমান্ডে পাঠায়। এরপর ৬ আগস্ট তাকে আরও তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত। ১০ আগস্ট আবারও তার দুই দিনের রিমান্ড দেয়া হয়।

এ বিভাগের আরো খবর