বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাকায় দিনভর হতে পারে বৃষ্টি

  •    
  • ১৩ আগস্ট, ২০২১ ০৯:৪২

আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘আজ সারা দিনই ঢাকায় থেমে থেমে বৃষ্টিপাত হবে। আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। আর বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৯০ থেকে ১০০ শতাংশের মধ্যে। এ কারণে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় আবহাওয়ায় অনুভূতি হবে অস্বস্তিকর।

রাজধানী ঢাকার অনেক এলাকায় শুক্রবার ভোর থেকে বৃষ্টিপাত শুরু হয়। সেটা থেমে থেমে চলছেই। থেমে থেমে এমন বৃষ্টিপাত সারা দিনই থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দিনই আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বৃষ্টি থেমে গেলেও আবহাওয়ায় অনুভূতি হতে পারে অস্বস্তিকর।

শুক্রবার সকালে নিউজবাংলাকে দিনের আবহাওয়া নিয়ে এমন পূর্বাভাসের কথাই জানালেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক।

তিনি বলেন, ‘আজ সারা দিনই ঢাকায় থেমে থেমে বৃষ্টিপাত হবে। আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। আর বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৯০ থেকে ১০০ শতাংশের মধ্যে। এ কারণে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় আবহাওয়ায় অনুভূতি হবে অস্বস্তিকর।

‘আর্দ্রতা যেহেতু অনেক বেশি, তাই যখনই বৃষ্টি থেমে যাবে তখন অস্বস্তি বোধ হবে। তাপমাত্রা গড়ে ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সুতরাং এই তাপমাত্রায় যদি আর্দ্রতা বেশি থাকে তাহলে অস্বস্তি হবেই।’

বৃষ্টিপাতের কারণ সম্পর্কে জানতে চাইলে মল্লিক বলেন, ‘মৌসুমি বায়ুর সক্রিয়তা বা নিষ্ক্রিয়তার ওপর সাধারণত বৃষ্টিপাত হয়। এখন বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয়। এই কারণেই বৃষ্টিপাত হচ্ছে।’

ঢাকায় বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা হচ্ছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘কাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত ঢাকায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ২৫ মিলিমিটার বৃষ্টিতে আকস্মিক জলাবদ্ধতার প্রশ্নই আসে না যদি ড্রেনেজ সিস্টেম ভালো থাকে।’

রাত থেকে বৃষ্টি হওয়ায় রাজধানীর কিছু জায়গায় জলাবদ্ধতা চোখে পড়ে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ বিভাগের আরো খবর