রাজধানীর গুলশানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় কনকর্ড আই কে টাওয়ারকে চার লাখ টাকা ও এইচএসবিসি ব্যাংককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম জানান, বুধবার এডিস মশার বিস্তার রোধে এই অভিযানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩ নম্বর অঞ্চলের গুলশান এলাকার ৪০টি ভবন পরিদর্শন করা হয়।
এছাড়া মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার এবং সকলকে এডিস মশা এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসি মেয়রের আহ্বান ‘১০টায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ এবং ‘তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন’ বাস্তবায়নের পাশাপাশি ও করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।