হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ লাখ টাকা মূল্যের সৌদি রিয়েল ও সংযুক্ত আরব আমিরাতের দিরহামসহ এক ব্যক্তিকে আটক করেছে কাস্টম গোয়েন্দারা।
আটক হাবিবুর রহমান অন্তিক টার্কি এয়ারলাইনসে করে ইস্তানবুল হয়ে কায়রো যাওয়ার কথা ছিল।
গোপন তথ্যের ভিত্তিতে রোববার ভোরের দিকে তাকে আটক করা হয় বলে জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর আহম্মেদ।
তিনি বলেন, ইস্তানবুলগামী টার্কিশ এয়ারলাইনস নম্বর টিকে-৭১৩ এর মাধ্যমে বিদেশি মুদ্রা পাচার হবে- এমন খবর পেয়ে বিমানবন্দরের নির্দিষ্ট স্থানে নজরদারি রাখা হয়। ব্যাগেজ চেক ইন শেষে বোর্ডিং পাস নেয়ার সময় কর্মকর্তারা হাবিবুর রহমানের পিঠের ব্যাগ স্ক্যানিং করে মুদ্রা সদৃশ বস্তু দেখতে পান।
গোয়েন্দা কর্মকর্তা তানভীর আহম্মেদ জানান, পরবর্তীতে হাবিবুর রহমানকে বিমানবন্দরের কাস্টমস হলে ব্যাগেজ কাউন্টারে এনে তল্লাশি করা হয়। তার কাছ থেকে বিশেষভাবে লুকায়িত ৯০ হাজার সৌদি রিয়াল পাওয়া যায়। পাশাপাশি পাওয়া যায় ২০ হাজার ইউএই দিরহাম। জব্দকৃত রিয়াল ও দিরহামের মূল্য বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ২২ লাখ ৫৫ হাজার টাকা।
হাবিবুর রহমানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে বিভাগীয় মামলা এবং ফৌজদারি মামলা করা হয়েছে বলেও জানান তানভীর আহম্মেদ।