রাজধানীর চকবাজারে ছিনতাই করে পালানোর সময় চক্রের এক সদস্য গাড়িচাপায় নিহত হয়েছে। তার নাম জয়।
চকবাজারের উর্দু রোডে শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন হাওলাদার নিউজবাংলাকে বলেন, ‘চকবাজারের উর্দু রোড এলাকায় রিয়াজ উদ্দিন নামের এক নিরাপত্তারক্ষী গতকাল রাতে বাড়ি ফিরছিলেন। বাড়িতে ফেরার সময় তিনি তার বেতনের ১০ হাজার টাকা ও নিজের কাছে থাকা ২ হাজার টাকা গুনে পৃথক করে রাখছিলেন।
‘এ সময় ছয় থেকে সাতজনের একটি দল তাকে ঘিরে ধরে। তার কাছে থাকা টাকাপয়সা ছিনিয়ে নেয় তারা। একপর্যায়ে তিনি চিৎকার করলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। পালানোর সময় জয় নামের যুবকটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে মারা যায়।’
কবির হোসেন আরও জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
এ ছাড়া নিহত জয়ের নামে থানায় আগে থেকেই মামলা ছিল। ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
পুলিশ কর্মকর্তা জানান, নিহতের মরদেহ পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।