ঈদের পরে শাটডাউনের ১৬তম দিন শুক্রবার সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজধানীর সড়কে ২৯৫টি গাড়িকে জরিমানা করা হয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ৭৪ জনকে জরিমানা করা হয় ৯০ হাজার ৪১০ হাজার টাকা।
এদিন রাজধানীতে ২৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ রুখতে চলমান ‘শাটডাউন’ আরও পাঁচ দিন বাড়িয়েছে সরকার। পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত এক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। শুক্রবার ছিল বাড়ানো পাঁচ দিনের প্রথম দিন।
তবে মঙ্গলবার শেষ হচ্ছে এই শাটডাউন। বুধবার থেকে যানবাহন চলবে বলে জানিয়েছে সরকার। বলা হয়েছে সেটা রোটেশনমাফিক চলবে। জেলা প্রশাসন স্থানীয়ভাবে এটির ব্যবস্থা করবে। খোলা হবে সব দোকানপাট।