ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগে গ্যারেজে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানাতে পারেন নি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিবেন।
রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালের পাশে একটি গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগে গ্যারেজে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে।
বুধবার রাত ১টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, তাদের ১০টি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টা করে রাত ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাত ১২ টা ২৬ মিনিটে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। এরপরই কাছাকাছি থাকা ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট পাঠানো হয়। একে একে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানাতে পারেন নি মাহফুজ রিবেন। তিনি বলেন, কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসবে।