রাজধানীর বারিধারা ও মোহাম্মদপুরে পৃথক অভিযানে ইয়াবা, মদ ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ তাদের গ্রেপ্তার করে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদেরকে সংশিষ্ট থানায় করা মামলায় রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়। তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুইজনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে।
গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম রোববার রাত সাড়ে ৯টার দিকে বারিধারা এলাকা থেকে ফারিয়া মাহাবুব পিয়াসাকে গ্রেপ্তার করে। এ সময় তার বাসা থেকে ৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট, বিভিন্ন ব্রান্ডের ৮ লিটার মদ ও সিম্বা ব্রান্ডের ৪ টি প্রিমিয়ার বিয়ার জব্দ করা হয়।
এ সংক্রান্তে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়েছে।
মৌকেও সোমবার আদালতে তোলা হয়। ছবি: পিয়াস বিশ্বাসরোববার রাতেই ১২টার দিকে অপর এক অভিযানে মোহাম্মদপুর বাবর রোড এলাকা থেকে মরিয়ম আক্তার মৌকে গ্রেপ্তার করে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। এ সময় তার বাসা থেকে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও বিভিন্ন ব্রান্ডের ১২ লিটার মদ জব্দ করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়।