রাজধানীর শেরে-ই-বাংলা নগরের সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে মাইক্রোবাসচাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
নিহত পুলিশ সদস্যের নাম মো. হেলাল। রোববার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার মো. শাহেদ আল মাসুদ নিউজবাংলাকে হেলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে দায়িত্ব পালনের সময় হাসপাতালের ভেতর থেকে গাড়ি বের করার জন্য সিগন্যাল দেন হেলাল। সেই সিগন্যাল অমান্য করে পিছন থেকে দ্রুতগতির একটি মাইক্রোবাস হেলালকে চাপা দেয়।
ওই কর্মকর্তা আরও জানান, ঘটনার পর আহত অবস্থায় হেলালকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
উপপুলিশ কমিশনার মো. শাহেদ আল মাসুদ নিউজবাংলাকে বলেন, ‘সিগনাল দেয়ার পরও তাকে পিছন থেকে মাইক্রোবাসটি চাপা দেয়। গাড়িটি সিলভার কালারের। তার উপর দিয়ে গাড়ি চালিয়ে মাইক্রোবাসচালক পালিয়ে যায়। পরে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাইক্রোবাস ও ড্রাইভারকে গ্রেপ্তারে অভিযান চলছে।’
শেরে-ই-বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি নিউজবাংলাকে জানান, তারা এখনও মাইক্রোবাসটির চালককে গ্রেপ্তার বা মাইক্রোবাসটি শনাক্ত করতে পারেননি। আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে চালক ও গাড়িটি শানাক্তের চেষ্টা করছেন।
ট্রাফিক কনস্টেবল মো. হেলালের বয়স ৫৫ বছর। তিনি মিরপুর পুলিশ ব্যারাকে থাকতেন। তার বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানায়।