রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকার একটি ভবনের নিচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তার নাম বিল্লাল হোসেন। পুলিশের ধারণা, ওই যুবক চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে মারা গেছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম শেওড়াপাড়া ৩৩৩/১ নম্বর ছয়তলা বাড়িতে এ ঘটনা ঘটে।
সকালে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় মিরপুর মডেল থানা পুলিশ।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মোবারক আলী নিউজবাংলাকে বলেন, ‘ওই যুবক পানির পাইপ বেয়ে ভবনের ৪ তলায় উঠে চুরি করার জন্য। ৪ তলায় চুরি শেষে ৫ তলায় জানালা দিয়ে লাঠির সাহায্যে রুমের ভেতর থেকে একটি মোবাইল চুরি করার চেষ্টা করছিল। এ সময় বাসার লোকজন টের পেলে সেখান থেকে পালাতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান বিল্লাল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সকালে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।’
ঘটনাস্থল থেকে চুরি হওয়া মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তাছাড়া ওই যুবকের নামে চুরি ও মাদক সংক্রান্ত একাধিক থানায় মামলাও রয়েছি বলেও নিশ্চিত করেন তিনি।