বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বসিলা ব্রিজ ভেঙে ফেলার পরিকল্পনা

  •    
  • ২৮ জুলাই, ২০২১ ২১:৪০

একনেক সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, বসিলা ব্রিজটি একটি গুরুত্বপূর্ণ নদীর ওপর হয়েছে। এত গুরুত্বপূর্ণ নৌপরিবহন রুট। কিন্তু এখানে বর্ষাকালে কার্গোগুলো আসতে পারে না। ২০০৮ সালে এটা উদ্বোধন করা হয়। এখন আবার নতুন করে ভাঙার কথা চিন্তা করা হচ্ছে, এটা উঁচু করার জন্য। এটা তো জাতীয় অপচয়। প্রধানমন্ত্রী এ বিষয়ে সচেতন।’

ভুল পকিল্পনায় নিচু করে নির্মাণের কারণে বর্ষার মৌসুমে রাজধানীর বসিলা সেতুর (শহীদ বুদ্ধিজীবী সেতু) নিচ দিয়ে নৌযান চলাচল করতে পারে না। এজন্য ২০০৮ সালে চালু হওয়া সেতুটি ভেঙে উচ্চতা বাড়ানোর চিন্তা ভাবনা চলছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও প্রতিমন্ত্রী শামসুল আলম।

প্রতিমন্ত্রী জানান, একনেক সভায় দেশের দক্ষিণাঞ্চলে আয়রন ব্রিজ পুননির্মাণ-পুনর্বাসন (১ম সংশোধিত) শীর্ষক একটি প্রকল্প অনুমোদন পায়। এ প্রকল্পে দক্ষিণাঞ্চলের প্রায় ৮০০টি লোহার ব্রিজ ভেঙে নতুন করে নির্মাণ করা হচ্ছে।

শামসুল আলম বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী দেশের সব সেতু এমনভাবে নির্মাণ করতে বলেছেন যাতে তার নিচ দিয়ে সারা বছর নৌযান চলাচল করতে পারে। প্রধানমন্ত্রী এটি আগেও বহুবার বলেছেন, (আজ) আবারও জোর দিয়েছেন। আমরা কালভার্ট- ব্রিজ করতে গিয়ে নৌপথকে অচল করে ফেলেছি।

‘আপনারা জানেন, বসিলা ব্রিজটি একটি গুরুত্বপূর্ণ নদীর ওপর হয়েছে। এত গুরুত্বপূর্ণ নৌপরিবহন রুট। কিন্তু এখানে বর্ষাকালে কার্গোগুলো আসতে পারে না। ২০০৮ সালে এটা উদ্বোধন করা হয়। এখন আবার নতুন করে ভাঙার কথা চিন্তা করা হচ্ছে, এটা উঁচু করার জন্য। এটা তো জাতীয় অপচয়। প্রধানমন্ত্রী এ বিষয়ে সচেতন।’

পণ্যবাহী নৌকাসহ বিভিন্ন নৌযান যেন বর্ষাকালে অবাধে চলাচল করতে পারে সেজন্য উঁচু করে সেতু নির্মাণে প্রধানমন্ত্রী তাগিদ দিয়েছেন জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের জোয়ারভাটার দেশ, পানি বাড়ে কমে। তাই প্রয়োজনে বিআইডব্লিউটিএর সঙ্গে যোগাযোগ রেখে ব্রিজগুলো নির্মাণ করতে হবে যাতে চলাচল বন্ধ না হয়।’

সংবাদ সম্মেলরে একনেক সভায় প্রধানমন্ত্রীর দেয়া বেশ কটি নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এর মধ্যে রয়েছে- সড়ক-মহাসড়কে প্রয়োজন মতো ইউলুপ এবং আন্ডারপাস-ওভারপাস নিমাণ করা, প্রবাসীদের নতুন নতুন বিষয়ে প্রশিক্ষণ দেয়া, রাজস্ব বাজেটের আওতায় মহিলাদের জন্য কম্পিউটারসহ অন্যান্য প্রশিক্ষণের ব্যবস্থা করা, খাদ্য প্রক্রিয়াকরণে শিল্প দুগ্ধ প্রক্রিয়াকরণকে অন্তর্ভুক্ত করা ইত্যাদি।

এ বিভাগের আরো খবর