বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিদেশি মুদ্রাসহ আটক তুরস্কগামী যাত্রী রিমান্ডে

  •    
  • ২৭ জুলাই, ২০২১ ১৯:২৪

সোমবার টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে তুরস্ক যাওয়ার সময় জাহাঙ্গীর গাজীকে আটক করে বিমানবন্দরে নিয়োজিত আর্মড পুলিশ। তার ব্যাগের ভেতরে লুকানো আটটি দেশের মুদ্রা পাওয়া যায়। বাংলাদেশি মুদ্রায় এসবের বাজার মূল্য ২ কোটি ৫২ লাখ ৮৭ হাজার ৩৩০ টাকা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কোটি টাকার বেশি মূল্যের বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার তুরস্কগামী যাত্রী মোহাম্মদ জাহাঙ্গীর গাজীকে দুদিনের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ।

মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামিকে মঙ্গলবার আদালতে হাজির করে ১০ দিনের জন্য রিমান্ডে পেতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন।

এসময় আদালতে আসামি পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

শুনানি শেষে ঢাকার মুখ্যমহানগর আদালতের (সিএমএম) হাকিম আশেক ইমাম দুই দিনের রিমান্ড আদেশ দেন বলে নিউজবাংলাকে নিশ্চিত করেন আদালতে বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এএসআই বেলাল উদ্দিন।

সোমবার টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে তুরস্ক যাওয়ার সময় জাহাঙ্গীর গাজীকে আটক করে বিমানবন্দরে নিয়োজিত আর্মড পুলিশ।

পুলিশ জানায়, এই যাত্রী আগে কাপড়ের ব্যবসা করতেন। সোমবার ভোর সাড়ে ৬টায় ইমিগ্রেশন শেষে উড়োজাহাজে ওঠার আগ মুহূর্তে তাকে আটক করা হয়।

তার সঙ্গে মুদ্রা থাকার কথা জিজ্ঞাসা করলে জাহাঙ্গীর গাজী অস্বীকার করেন। পরে তল্লাশি করা হলে তার ব্যাগের ভেতরে লুকানো আটটি দেশের মুদ্রা পাওয়া যায়। এরমধ্যে ১১ লাখ ৬৫ হাজার সৌদি রিয়াল ছিল।

এ ছাড়া ইউএস, মালয়েশিয়া, ইউরো, ওমান, কুয়েত, থাইল্যান্ড, দুবাইয়ের মুদ্রা ছিল। বাংলাদেশি মুদ্রায় এসবের বাজার মূল্য ২ কোটি ৫২ লাখ ৮৭ হাজার ৩৩০ টাকা।

এ বিভাগের আরো খবর