বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নারী পাচার চক্রের হোতা আজমের জামিন স্থগিত

  •    
  • ২৭ জুলাই, ২০২১ ১৮:২৭

নারী পাচার চক্রের হোতা আজম খানকে গত ১৯ জুলাই হাইকোর্ট জামিন দেয়। পরে ওই জামিন স্থগিত চেয়ে আপিলে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি করে চেম্বার বিচারপতি মঙ্গলবার এ আদেশ দেয়।

চাকরি দেয়ার নামে শত শত তরুণী-কিশোরীকে দুবাইয়ে পাচার করে তাদের অনৈতিক কাজে জড়াতে বাধ্য করার অভিযোগে গ্রেপ্তার আন্তর্জাতিক নারী পাচার চক্রের হোতা আজম খানকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ।

মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল আদালত এ আদেশ দেয়।

আদালতে আসামি আজম খানের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

নারী পাচার চক্রের হোতা আজম খানকে গত ১৯ জুলাই হাইকোর্ট জামিন দেয়। পরে ওই জামিন স্থগিত চেয়ে আপিলে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি করে চেম্বার বিচারপতি মঙ্গলবার এ আদেশ দেয়।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১২ জুলাই আজম খানকে তার সহযোগীসহ গ্রেপ্তার করে সিআইডি।

ওইদিন সিআইডি জানায়, দুবাইতে মানবপাচার চক্রের গডফাদার আজমের বিলাসবহুল হোটেলের সন্ধান পায়। সেখানে ফরচুন পার্ল হোটেল অ্যান্ড ড্যান্স ক্লাব, হোটেল রয়েল ফরচুন, হোটেল ফরচুন গ্রান্ড ও হোটেল সিটি টাওয়ারের অন্যতম মালিক। এর মধ্যে তিনটি ফোর স্টার, একটি থ্রি স্টার মানের।

আজম খান বাংলাদেশে অর্ধশত দালালের মাধ্যমে কিশোরী অথবা ২০-২২ বছরের মেয়েদের উচ্চ বেতনে কাজ দেয়ার কথা বলে প্রলুব্ধ করে বিদেশে নিয়ে যেতেন। এরপর মেয়েদের ড্যান্স ক্লাবে নাচতে বাধ্য করা হতো। আটকে রাখা, খাবার না দেয়ার পাশাপাশি শারীরিকভাবে নির্যাতন, বৈদ্যুতিক শক এবং দেহ ব্যবসায় বাধ্য করা হতো তাদের।

আজমের বিরুদ্ধে ছয়টি হত্যাসহ ১৫টি মামলার তথ্য পায় সিআইডি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজম আর স্বীকার করেছেন গত আট বছরে তিনি হাজারেরও বেশি তরুণীকে দুবাই পাচার করেছেন।

এ বিষয়ে সিআইডি বাদি হয়ে গত বছরের ২ জুলাই রাজধানীর লালবাগ থানায় একটি মামলা করে। এরপর ১৩ জুলাই এ বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে বলে জানায় সিআডি।

এ বিভাগের আরো খবর