রাজধানীতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঈদের পরে দেয়া কঠোর লকডাউনের চতুর্থ দিনে বিধিনিষেধ ভেঙে বের হওয়ায় ৫৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এ ছাড়া চতুর্থ দিন সন্ধ্যা পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে ১৬৪ জনকে ১২ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম।
তিনি বলেন, ‘সোমবার সন্ধ্যা পর্যন্ত বিধিনিষেধ না মানায় সড়কে ৪৪৩টি গাড়িকে জরিমানা করা হয়েছে ১০ লাখ ২১ হাজার টাকা।’
র্যাবের মোবাইল কোর্টে জরিমানা ১ লাখ ৭৭ হাজার ৮০০
বিধি-নিষেধ বাস্তবায়নে সারাদেশে র্যাবের ১৮০টি টহল ও ১৮৭টি চেকপোস্ট পরিচালনা করা হয়। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র্যাবের জনসচেতনামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, সারা দেশে ৩১টি ভ্রাম্যমাণ আদালতে ২৬৪ জনকে ১ লাখ ৭৭ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করার জন্য বিনামূল্যে প্রায় দুই হাজার মাস্ক বিতরণ করা হয়। এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়।