ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা কর্মকর্তা এরশাদ হোসেন জানান, আধা ঘণ্টার চেষ্টায় আগুন ৬টা ৪৮ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। গফুর টাওয়ারটি ৭ তলা। ওই ভবনের ৬ তলায় একটি সার্জিক্যাল পণ্যের গোডাউনে আগুন লাগে।
জাতীয় প্রেস ক্লাবের বিপরীত পাশে গফুর টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সন্ধ্যা ৬টা ৮ মিনিটে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা কর্মকর্তা এরশাদ হোসেন জানান, আধা ঘণ্টার চেষ্টায় আগুন ৬টা ৪৮ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে।
গফুর টাওয়ারটি ৭ তলা। ওই ভবনের ৬ তলায় একটি সার্জিক্যাল পণ্যের গোডাউনে আগুন লাগে।
এরশাদ হোসেন বলেন, বাণিজ্যিক ভবন, গোডাউন এবং জায়গাটি গুরুত্বপূর্ণ হওয়ায় ১১টি ইউনিট কাজ করেছে।
কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পরে জানা যাবে বলে জানান এরশাদ।