বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজধানীতে বিচ্ছু বাহিনী ও নিবিড় গ্রুপের ৫ সদস্য গ্রেপ্তার

  •    
  • ২৫ জুলাই, ২০২১ ১৭:১৬

র‌্যাব বলছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর মতিঝিল, মুগদা ও শাহজাহানপুর এলাকায় অস্থায়ীভাবে বসবাস করে অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। তারা আধিপত্য বিস্তারের জন্য দলবদ্ধভাবে মোটরসাইকেলে মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে থাকে।

রাজধানীর মতিঝিল এলাকা থেকে কিশোর গ্যাং ‘বিচ্ছু বাহিনী’ ও ‘নিবিড় গ্রুপের’ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মতিঝিল এজিবি কলোনির লোকনাথ বাবার মন্দিরের সামনে শনিবার রাত ৯টার দিকে বিশেষ অভিযান চালিয়ে দুই গ্রুপের সদস্যদের গ্রেপ্তার করে র‍্যাব-৩-এর একটি দল।

গ্রেপ্তারকৃতরা হলো মো. জুয়েল, তরিকুল ইসলাম, মো. জুনাইদ, রবিউল ইসলাম ওরফে রবিন ও মো. সাগর।

এ তথ্য নিশ্চিত করে নিউজবাংলাকে র‍্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায়, মতিঝিল এলাকায় কতিপয় কিশোর গ্যাং চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচা ও সেবন, চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩-এর একটি আভিযানিক দল শনিবার রাতে মতিঝিল এজিবি কলোনির লোকনাথ বাবার মন্দিরের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে ‘বিচ্ছু বাহিনী’ ও ‘নিবিড় গ্রুপ’-এর পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে।

বীণা রাণী দাস বলেন, দুই গ্রুপের সদস্যরা একসাথে অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি স্টিলের ব্যাটন, একটি সুইচ গিয়ার চাকু, দুটি কালো রঙের স্টিলের চাকু, একটি বক্সিং পাঞ্চার যন্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায় যে, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর মতিঝিল, মুগদা ও শাহজাহানপুর এলাকায় অস্থায়ীভাবে বসবাস করে সংঘবদ্ধ হয়ে এসব কাজ করে আসছিল। আধিপত্য বিস্তারের জন্য দলবদ্ধভাবে মোটরসাইকেলের মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে থাকে তারা।

এ ছাড়া মোটরসাইকেল ব্যবহার করে রিকশা, ভ্যান, সিএনজি ও বাসযাত্রীদের টার্গেট করে তাদের ব্যাগ-পার্টস ছিনতাই করে থাকে দুটি কিশোর গ্যাংয়ের সদস্যরা। রাস্তায় দলবদ্ধভাবে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করে সাধারণ মানুষকে হয়রানি করেও আসছিল তারা।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর