বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অনলাইনে গৃহকর্মী নিয়ে সর্বনাশ

  •    
  • ২৫ জুলাই, ২০২১ ১৪:৪২

অনলাইন মাধ্যমে যোগাযোগ করে ১০ হাজার টাকা বেতনে রামপুরার একটি বাসায় কাজ পেয়েছিলেন নূপুর। তিন দিন পর বাসাটি থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, টাকাসহ পালিয়ে যান তিনি। নতুন যোগদান করা গৃহকর্মীর তথ্য ছিল না গৃহকর্তার কাছে।

রাজধানীতে ফেসবুক গ্রুপসহ অনলাইন মাধ্যমের সহায়তায় অনেকেই গৃহকর্মী নিয়োগ দিচ্ছেন। তথ্য যাচাইবাছাই ছাড়া বাসাবাড়িতে নিযুক্ত গৃহকর্মীর মাধ্যমে ঘটছে চুরি-ডাকাতিসহ নানান অপরাধ। এ অবস্থায় গৃহকর্মী নিয়োগের সময় তাদের বিস্তারিত তথ্য ও ছবি নিকটস্থ থানায় জমা দিতে আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রামপুরার একটি বাসায় ১৯ জুলাই নূপুর আক্তার নামে গৃহকর্মী যোগ দেন। অনলাইন মাধ্যমে যোগাযোগ করে ১০ হাজার টাকা বেতনে তার চাকরি হয়। কিন্তু ২৩ জুলাই নূপুর বাসাটি থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, টাকাসহ পালিয়ে যান। তিন দিন আগে যোগদান করা গৃহকর্মী নূপুরের বিস্তারিত তথ্য ছিল না গৃহকর্তার কাছে।

চুরির এ ঘটনায় রামপুরা থানায় মামলা হলে পুলিশ প্রযুক্তির সহায়তায় কুমিল্লার লাকসাম থেকে নূপুরকে গ্রেপ্তার করেছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে রোববার দুপুরে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে গৃহকর্মী নিয়োগ বিষয়ে সতর্ক করেন পুলিশ কর্মকর্তারা।

ডিএমপির গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, রামপুরার বাসাটিতে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে ১৯ জুলাই কাজে যোগ দিয়েছিলেন নূপুর নামের গৃহকর্মী। আর ঈদের দুই দিন পর ২৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসাটি থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও কিছু টাকা নিয়ে পালিয়ে যান নূপুর।

রামপুরা থানায় মামলার সূত্রে গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের একটি বিশেষ টিম অভিযানে নামে। তদন্তে প্রযুক্তির সহায়তা নিয়ে পুলিশ কুমিল্লার লাকসাম বাউরতলা এলাকা থেকে নূপুরকে গ্রেপ্তার করে। তার কাছে পাওয়া গেছে চুরি যাওয়া একটি স্বর্ণের চুড়ি, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি। উদ্ধার করা স্বর্ণালংকারের ওজন সাড়ে ৩ ভরি। চুরি যাওয়া নগদ টাকাও উদ্ধার হয়েছে।

গৃহকর্মী নূপুর আরও দুটি চুরির ঘটনায় জড়িত বলে পুলিশ তথ্য পেয়েছে। তাকে অনলাইনে পরিচয় করিয়ে দেয়া ব্যক্তিকে পুলিশ খুঁজছে। গৃহকর্মীর নিয়োগ প্রক্রিয়ায় জড়িত ব্যক্তিদের ব্যাপারে পুলিশ তথ্য যাচাই করছে।

ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, ‘এই ধরনের চুরি-ডাকাতির ঘটনায় আমাদের আসামিদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে বেগ পেতে হয়। কারণ, ডিএমপির তথ্যভান্ডারে বা ভাড়াটিয়ার কাছে গৃহকর্মীর তথ্য থাকে না। ছবিসহ তথ্য পেলে তাদের শনাক্ত ও গ্রেপ্তার সহজ হয়।’

তিনি আরও বলেন, ‘বাসাবাড়িতে গৃহকর্মী বা দারোয়ান নিয়োগ দিলে নিকটস্থ থানা-পুলিশকে জানান। ভাড়াটিয়ার তথ্যভান্ডারে তাদের ছবি, পরিচয়সহ বিস্তারিত তথ্য সংযুক্ত করুন। তাহলে যেকোনো অপরাধে তাদের দ্রুত আটক করা সম্ভব।’

এ বিভাগের আরো খবর