প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মকর্তা মো. মাহমুদুর রহমান নিরু করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা আরিফুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে মারা যান তিনি। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।’
বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা মাহমুদুর রহমান নিরু প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা এস এ মালেক ও এইচ টি ইমামের একান্ত সচিবও ছিলেন।
এর বাইরেও বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত কলাম লিখতেন তিনি। অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধেও।
পরিবার সূত্রে জানা গেছে, সাবেক এই অতিরিক্ত সচিবের জানাজা ও দাফন তার নিজ জেলা পটুয়াখালীতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।